এক্সপ্লোর
ফের শতরান করে নজির বিরাটের, ৮ উইকেটে জয় ভারতের, সিরিজের ফল ৫-১

ছবি সৌজন্যে ট্যুইটার
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ তথা শেষ একদিনের ম্যাচেও ভারতের অধিনায়ক বিরাট কোহলির স্বপ্নের ফর্ম অব্যাহত থাকল। আজ তিনি ৮২ বলে একদিনের আন্তর্জাতিকে নিজের ৩৫-তম শতরান করেন। শেষপর্যন্ত ৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন বিরাট। তিনি রোহিত শর্মাকে টপকে একটি দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত। ৫০০ রান করে সেই নজির টপকে গেলেন বিরাট। আজ তাঁর ও শার্দুল ঠাকুরের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে এই সিরিজে ৫-১ ফলে জয় পেল ভারতীয় দল। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। ভারতীয় দল আগেই সিরিজ জিতে গিয়েছিল। ফলে এই ম্যাচের আপাত কোনও গুরুত্ব ছিল না। ভারত ৫-১ ফলে সিরিজ জিততে পারে কি না, আগ্রহ ছিল শুধু সেটা নিয়েই। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়। ভুবনেশ্বর কুমারের বদলে দলে আসেন শার্দুল। এই বদলটাই ম্যাচে পার্থক্য গড়ে দিল। ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন শার্দুল। তিনি শুরুতেই হাশিম আমলা (১০) ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে (২৪) ফিরিয়ে দেন। পরে তিনি ফারহান বেহারদিন (১) ও অ্যান্ডিল ফেলুকওয়ায়োকেও (৩৪) ফিরিয়ে দেন।
শার্দুলের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্যরাও ভাল পারফরম্যান্স দেখান। বুমরাহ ও চাহল দু’টি করে এবং কুলদীপ ও পাণ্ড্য একটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন খায়া জন্ডো। এবি ডিভিলিয়ার্স করেন ৩০ রান। দক্ষিণ আফ্রিকা ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















