এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
সোশ্যাল মিডিয়ায় ধারাভাষ্যসহ শিশুর মারকুটে ব্যাটিংয়ের ভিডিও শেয়ার আকাশ চোপড়ার, 'জুনিয়র গেইল', মুগ্ধ প্রতিক্রিয়া ইউজারদের
আরও এক শিশুর সাবলীল ভঙ্গিমায় ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল। এই ভিডিও শেয়ার করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভিডিওতে এক খুদের আগ্রাসী ব্যাটিংয়ে মজেছেন নেট-নাগরিকরা। কেউ কেউ তো শিশুটিকে 'জুনিয়র ক্রিস গেইল' তকমাও দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
![সোশ্যাল মিডিয়ায় ধারাভাষ্যসহ শিশুর মারকুটে ব্যাটিংয়ের ভিডিও শেয়ার আকাশ চোপড়ার, 'জুনিয়র গেইল', মুগ্ধ প্রতিক্রিয়া ইউজারদের Aakash chopra shared a video of a child on instagram viral on social media সোশ্যাল মিডিয়ায় ধারাভাষ্যসহ শিশুর মারকুটে ব্যাটিংয়ের ভিডিও শেয়ার আকাশ চোপড়ার, 'জুনিয়র গেইল', মুগ্ধ প্রতিক্রিয়া ইউজারদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/15124447/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : আরও এক শিশুর সাবলীল ভঙ্গিমায় ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল। এই ভিডিও শেয়ার করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভিডিওতে এক খুদের আগ্রাসী ব্যাটিংয়ে মজেছেন নেট-নাগরিকরা। কেউ কেউ তো শিশুটিকে 'জুনিয়র ক্রিস গেইল' তকমাও দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
শিশুটিকে যেভাবে খুব জোরে শট খেলছে, তাতে মুগ্ধ আকাশ চোপড়া। ভিডিওতে শিশুটিকে সাবলীলভাবে একটার পর একটা শট খেলতে দেখা গিয়েছে। শটে জোরও বেশ। প্রত্যেক শটেই বল উড়ে যাচ্ছে দূরে। শিশুটিকে বাঁহাতে ব্যাটিং করতে দেখা গিয়েছে। বল ব্যাটের সামনে আসার অপেক্ষা করে একেবারে তুখোড় ব্যাটসম্যানের মতোই শট নিতে দেখা যাচ্ছে শিশুটিকে। ভিডিও ধারাভাষ্যজুড়ে আরও আকর্ষণীয় করে তুলেছেন আকাশ চোপড়া।
ক্রিস গেইলের পাশাপাশি কেউ কেউ আবার শিশুটির পাওয়ার হিটিং নিয়ে যুবরাজ সিংহের সঙ্গেও তুলনা টেনেছেন।
এক ইউজার লিখেছেন, ও তো ক্রিস ব্রডকে মারা যুবরাজের ৬ ছক্কার কথা মনে করিয়ে দিচ্ছে। মাঠজুড়ে ৩৬০ ডিগ্রি শট।
গত মাসেই আকাশ চোপড়া আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে এক কিশোরীকে মহেন্দ্র সিংহ ধোনির সুপরিচিত হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)