এক্সপ্লোর
সঙ্কটকে সুযোগে পরিণত করে ফেললে! মোদির বক্তব্য তুলে চাহালকে মজার শুভেচ্ছাবার্তা সহবাগের
বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধবন, হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, সুরেশ রায়নারা যুজবেন্দ্র চাহালকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: শনিবার বান্ধবী ধনশ্রী বর্মার সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তারপর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন যুগল। ক্রিকেট মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে নজর কেড়ে নিয়েছেন বীরেন্দ্র সহবাগ। নিজস্ব কায়দায়, মজা করে অভিনন্দন জানিয়েছেন নজফগড়ের নবাব। কী লিখেছেন সহবাগ? শনিবার চাহাল তাঁর বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমরা এবং আমাদের পরিবার একসঙ্গে হ্যাঁ বললাম।’ তাতে সহবাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে একটি মিম শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী করোনা আবহে বলেছিলেন, ‘সঙ্কটকে সুযোগে পরিণত করতে হবে।’ সেই বক্তব্যকে তুলে ধরে সহবাগের খুনসুটি, ‘বাহ যুজি চাহাল! সঙ্কটকে সুযোগে পরিণত করে ফেললে। অনেক অভিনন্দন।’ বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধবন, হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, সুরেশ রায়নারা যুজবেন্দ্র চাহালকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















