Abhinav Bindra : আবারও সাফল্যের মুকুট, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সে এই সম্মান অভিনব বিন্দ্রার
International Olympic Committee : শনিবার প্যারিসে IOC এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে বিন্দ্রাকে এই পুরস্কারে সম্মানিত করার সিন্ধান্ত নেওয়া হয়।
নয়াদিল্লি : প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সে স্বতন্ত্র পদ জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এবার আরও এক সাফল্যের মুকুট উঠল তাঁর মাথায়। অলিম্পিক্সে তাঁর অসাধারণ পরিষেবার জন্য তাঁকে অলিম্পিক অর্ডার সম্মানে সম্মানিত করা হল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দেওয়া সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই অলিম্পিক অর্ডার।
IOC অ্যাথলিট কমিশনের সদস্য বিন্দ্রা। প্রথম ভারতীয় হিসাবেই তিনি অলিম্পিক অর্ডার পেলেন। এই সাফল্যের জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার প্যারিসে IOC এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে বিন্দ্রাকে এই পুরস্কারে সম্মানিত করার সিন্ধান্ত নেওয়া হয়। সরকারির বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খবর দেওয়া হয়েছে।
IOC-র প্রেসিডেন্ট থমাস বাখ সোমবার এক চিঠিতে বিন্দ্রাকে জানান, অলিম্পিক্স নভেম্বরে আপনার অসাধারণ পরিষেবার জন্য আপনাকে অলিম্পিক অর্ডারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে IOC এক্সিকিউটিভ বোর্ড।
আগামী ১০ অগাস্ট প্যারিসে IOC-র ১৪২তম অধিবেশনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাখ চিঠিতে আরও লিকেছেন, এই পুরস্কার পাওয়ায় আপনাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। প্যারিসে আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।
এই পুরস্কার পাওয়ার পর বিন্দ্রাকে যাঁরা শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব-সম্পর্কিত মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য।
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্যারিস অলিম্পিক্সে মোট ১১৭ জন অ্যাথলিট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই অ্যাথলিটদের সঙ্গে আরও ১৪০ জন সাপোর্ট স্টাফ প্যারিসের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ দেশকে অলিম্পিক্সে গৌরব এনে দেওয়ার জন্য মোট ২৫৭জন প্যারিসে যাচ্ছেন। এই সদস্যদের থাকা খাওয়ার খরচ বহনের জন্য এই অর্থ ব্যয় করা হবে। ভারতীয় অলিম্পিক্স কমিটির জন্য এই অনুদান যে বেশ লাভজনক হবে, তা বলাই বাহুল্য।
এরই মাঝে বিরাট ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। অলিম্পিয়ানদের পাশে দাঁড়াল ভারতীয় বোর্ড। রবিবার, ২১ জুলাই সন্ধেতেই ভারতীয় বোর্ডের সচিব জয় শাহের (Jay Shah) তরফে অলিম্পিক্স অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের জন্য এক সুখবর দেওয়া হয়। মেগা ইভেন্টে অ্যাথলিটদের পাশে দাঁড়াতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (আইওএ)-কে বিরাট আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন জয় শাহ। পাশাপাশি অলিম্পিয়ান জন্য শুভেচ্ছাবার্তাও পাঠান বোর্ড সচিব।