Ranji Trophy: রঞ্জি ট্রফি এখনই নয়, করোনা পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত
Ranji Trophy Update: দেশের সমস্ত রাজ্যের ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয়, রঞ্জি ট্রফির ভবিষ্যৎ কী? ভারতীয় বোর্ডের কর্তাদের যেটুকু ইঙ্গিত, তাতে এখনই টুর্নামেন্ট করার কথা ভাবা যাচ্ছে না।
কলকাতা: দেশের সবচেয়ে পুরনো আর ঐতিহ্যশালী টুর্নামেন্ট। করোনার প্রাদুর্ভাবে গত মরসুমে বন্ধ ছিল। এই মরসুমের সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় স্থগিত করে দিতে হয়েছিল। দেশের সমস্ত রাজ্যের ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয়, রঞ্জি ট্রফির (Ranji Trophy) ভবিষ্যৎ কী?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তাদের যেটুকু ইঙ্গিত, তাতে এখনই টুর্নামেন্ট করার কথা ভাবা যাচ্ছে না। বিশেষ করে দেশের কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এখনই রঞ্জি ট্রফি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী ১৫ দিনে অন্তত টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা নেই বললেই চলে।
সম্প্রতি বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) সিরিজ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কথা হয় রঞ্জি ট্রফি নিয়েও। যেটুকু জানা যাচ্ছে, রঞ্জি ট্রফি নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে বোর্ড। তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে সব কিছু হাতের বাইরে চলে যাক, এরকম পরিস্থিতি তৈরি হতে দিতে চাইছেন না বোর্ড কর্তাদের কেউই।
কোহলি-বিতর্ক ড্রেসিংরুমে প্রভাব ফেলেছিল? কী বলছেন ঋদ্ধিমান?
বোর্ডের কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠে গিয়েছে, এত পিছিয়ে রঞ্জি ট্রফি শুরু করলে তা শেষ করা কি আদৌ সম্ভব? বিশেষ করে আইপিএল শুরু হয়ে যাওয়ার কথা এপ্রিল মাসের গোড়ায় আর ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ নামী ক্রিকেটারই আইপিএল খেলায় ব্যস্ত হয়ে পড়বেন। সেক্ষেত্রে রঞ্জি পিছোলে নক আউট পর্বে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে কোনও দলই নামী তারকাদের পাচ্ছে না। সেক্ষেত্রে জৌলুস হারাতে পারে টুর্নামেন্টও। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করছেন যে, ৩৮ দলের টুর্নামেন্ট রঞ্জি ট্রফিকে এত বিরাট জৈব সুরক্ষা বলয় তৈরি করে নিশ্ছিদ্র রাখা কতটা সম্ভব। বিশেষ করে যেখানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্টেও করোনার হানা দেখা যাচ্ছে।
তবে শোনা যাচ্ছে, রঞ্জি ট্রফি বাতিল ঘোষণা করার আগে আরও অপেক্ষা করতে চাইছে বোর্ড। যার নেপথ্যে রয়েছেন এমন তিনজন, যাঁরা এখন ভারতীয় ক্রিকেটের রূপরেখা তৈরির প্রধান কাণ্ডারি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। বোর্জ সূত্রে খবর, এই ত্রয়ী রঞ্জি ট্রফির পক্ষে। তাই টুর্নামেন্ট বাতিল করার আগে পরিস্থিতির দিকে আরও একটু নজর রাখতে চান এঁরা।
যদি কোনও সুরাহা মেলে, সেই অপেক্ষায়।