ABP Exclusive: বিশ্বরেকর্ড রিচার, রিফ্লেক্স বাড়াতে চেয়ার আর বল নিয়ে করতেন অভিনব প্র্যাক্টিস
Women's World Cup: বিশ্বকাপে বিশ্বরেকর্ড করেছেন বঙ্গকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। রবিবার মাউন্ট মাউনগানুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে উইকেটের পিছনে পাঁচটি শিকার করেছেন শিলিগুড়ির তরুণী।
কলকাতা: বিশ্বকাপে বিশ্বরেকর্ড করেছেন বঙ্গকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। রবিবার মাউন্ট মাউনগানুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধে উইকেটের পিছনে পাঁচটি শিকার করেছেন শিলিগুড়ির তরুণী। যার মধ্যে চারটি ক্যাচ ও একটি স্টাম্পিং। বিশ্বকাপে এটাই ছিল রিচার প্রথম ম্যাচ। এর আগে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে কোনও উইকেটকিপারের পাঁচ শিকারের নজির নেই। তাই নতুন মাইলফলক তৈরি করলেন রিচা।
উইকেটের পিছনে বঙ্গকন্যার এই সাফল্যের নেপথ্যে রয়েছে অভিনব প্রস্তুতি। কীরকম?
রবিবার এবিপি লাইভকে সেই গল্প শোনালেন রিচার বাবা তথা শৈশবের কোচ মানবেন্দ্র ঘোষ। শিলিগুড়ি থেকে মোবাইল ফোনে তিনি বললেন, 'রিচার এই সাফল্যে ভীষণ গর্বিত। তবে নিজের কিপিং নিয়ে ভীষণ পরিশ্রম করে। করোনা পরিস্থিতিতে ওর প্র্যাক্টিসের খুব সমস্যা হয়েছিল। মাঠে প্রস্তুতির সুযোগ পাওয়া যাচ্ছিল না। তবে ও বসে থাকত না। রিফ্লেক্স বাড়াতে ঘরের মধ্যেও ওকে প্র্যাক্টিস করাতাম। চেয়ার ও টেনিস বল নিয়ে।'
কীভাবে? মানবেন্দ্র বললেন, ''চেয়ারে বল ছুড়তাম। সেই বল চেয়ারে লেগে ছিটকে যাওয়ার মুহূর্তে ও ক্যাচ করত। কোন বল কোনদিকে যাবে, তার কোনও পূর্বাভাস থাকত না। তাই এই অনুশীলনের ফলে ওর অনুমান ক্ষমতা ও রিফ্লেক্স বেশ ধারাল হয়ে উঠেছে। তার প্রতিফলন দেখা যাচ্ছে বিশ্বকাপে।'
রবিবার একটি রেকর্ডও স্পর্শ করেছেন বঙ্গকন্যা। চারটি ক্যাচ নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন অঞ্জু জৈন ও অনঘা দেশপাণ্ডেকে। ভারতের প্রথম উইকেটকিপার হিসাবে একটি ওয়ান ডে ম্যাচে চারটি ক্যাচ ধরেছিলেন অঞ্জু। ২০০৪ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি ক্যাচ নেন অনঘা। রবিবার রিচাও নিলেন চারটি ক্যাচ। প্রবেশ করলেন এলিট তালিকায়।
মানবেন্দ্র বলছেন, 'ও পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়ল বলে আরও ভাল লাগছে। পাকিস্তান ম্যাচ সব সময়ই স্পেশ্যাল।' পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগে মেয়ের গলায় অবশ্য কোনও উদ্বেগ টের পাননি। 'ও শান্ত, সংযতই ছিল। স্নায়ুর চাপ ভালভাবেই সামলেছে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বলে রোমাঞ্চিত ছিল,' বলছিলেন মানবেন্দ্র।