এক্সপ্লোর
Advertisement
কোহলির পর হাফসেঞ্চুরি রাহানের, পারথে কামব্যাক ভারতের
পারথ: #দ্বিতীয় দিনের খেলার শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৩ উইকেটে ১৭২। কোহলি ৮২ ও রাহানে ৫১ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৫৪ রান পিছিয়ে ভারত। কোহলি ও রাহানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এখনও পর্যন্ত ৯০ রান যোগ হয়েছে। মাত্র ৮ রানেই দুই ওপেনার আউট হয়ে গিয়েছিল। এই অবস্থায় প্রথমে পূজারার সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। তাঁদের জুটিতে ৭৪ রান যোগ হওয়ার পর আউট হন পূজারা। এরপর দলকে ভরসা দিচ্ছে অধিনায়ক ও সহ অধিনায়কের ব্যাট।
#দুরন্ত হাফসেঞ্চুরি রাহানের। ভারতের রান ৩ উইকেটে ১৬৩। রাহানের ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।টেস্টে ১৭ তম হাফসেঞ্চুরি রাহানের। কোহলি ৭৪ রানে ব্যাটিং করছেন।
#হাফসেঞ্চুরি কোহলির। কামিন্সের বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করেন তিনি। ভারতের রান ৩ উইকেটে ১১২।FIFTY!
A patient and gritty half-century from @ajinkyarahane88 ????????????. His 17th in Test cricket. #AUSvIND pic.twitter.com/WKnJGYb0oE — BCCI (@BCCI) December 15, 2018
#চা-পানের বিরতির পর স্টার্কের বলে আউট পূজারা। তিনি করেন ২৪ রান। ৮২ রানে তৃতীয় উইকেটের পতন হয় ভারতের। #প্রাথমিক ধাক্কা সামলে অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ভারতের ইনিংসের হাল ধরেছেন। তাঁদের জুটিতে তৃতীয় উইকেটে চা-পানের বিরতি পর্যন্ত ৬২ রান যোগ হয়। চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৭০। কোহলি ৩৭ এবং পূজারা ২৩ রানে ব্যাট করছিলেন। বিরতির পর ফের খেলা শুরু করেছেন কোহলি ও পূজারা। #লাঞ্চের পর ফের উইকেট হারাল ভারত। হ্যাজেলউড ফিরিয়ে দিলেন ওপেনার কে এল রাহুলকে। তিনি করেন মাত্র ১ রান। ৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ভারতের। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩২৬ রানে অল আউট করে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। কোনও রান না করেই প্যাভিলয়নে ফিরলেন ওপেনার মুরলী বিজয়। লাঞ্চের আগে শেষ বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ৬। এদিন প্রথম দিনের ছয় উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তাদের লোয়ার অর্ডার দলের স্কোরে আরও ৪৯ রান যোগ করে। প্যাট কামিন্সকে আউট করে এদিন ভারতকে প্রথম সাফল্য এনে দেন উমেশ যাদব। ব্যক্তিগত ১৯ রানে আউট হওয়ার আগে কামিন্স অধিনায়ক টিম পেইনের সঙ্গে জুটিতে ৫৯ রান যোগ করেন। তাঁদের জুটিতে ভর করেই ৩০০ পেরোয় অস্ট্রেলিয়ার স্কোর। ৩১০ রানে সপ্তম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ৩১০ রানেই অষ্টম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। জসপ্রিত বুমরাহর বলে ৩৮ রান করে আউট হন পেইন। এরপর স্টার্ক (৬) ও হ্যাজেলউড (০) আউট করে অস্ট্রেলিয়ার ইনিংসে ইতি টানেন ইশান্ত শর্মা। ৩২৬ রানেই নবম ও দশম উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইশান্ত। তিনি ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন। বুমরাহ, উমেশ ও হনুমা বিহারী দুটি করে উইকেট নিয়েছেন। পারথের পিচে অসমান বাউন্স দেখা যাচ্ছে। এই পিচে স্ট্যাম্প আক্রমণ করে ফুল লেংথ ডেলিভারিতে ব্যাটসম্যানদের শট খেলতে বাধ্য করার ক্ষেত্রে ভারতীয় বোলারদের খামতি দেখা গিয়েছে।A very well deserved half century for the Indian Skipper.
This is his 20th in Test cricket #AUSvIND pic.twitter.com/5Q8j05G6kX — BCCI (@BCCI) December 15, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement