এক্সপ্লোর
Advertisement
জিম্বাবোয়েতে সাফল্যের জন্য বিশেষ উপহার পেলেন ধোনি
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পরের দিন সকালে এক বিশেষ উপহার পেলেন ভারতের একদিনের ও টি-২০ দলের নেতা মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার সকালে হারারাতে তাঁর হোটেলের ঘরে পৌঁছে যায় এক কাপ বিশেষ কফি। সেই কফির উপর তাঁর পয়া সংখ্যা ৭ লেখা ছিল।
এই অপ্রত্যাশিত উপহার পেয়ে স্বভাবতই আনন্দিত ধোনি ছবি তুলে ট্যুইটারে দিয়ে দেন। তিনি এই উপহারের জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানান।
জিম্বাবোয়ে সফরে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গিয়েছিলেন ধোনি। দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে না খেলে বিশ্রাম নেন অধিকাংশ সিনিয়র ক্রিকেটার। ধোনিও বিশ্রাম নিতেই পারতেন। কিন্তু আগামী কয়েক মাসে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলবে না ভারতীয় দল। সেই কারণেই জিম্বাবোয়েতে যান ধোনি।
একদিনের সিরিজ সহজেই ৩-০ ফলে জেতে ভারত। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ২ রানে হেরে গিয়ে ধাক্কা খান ধোনিরা। তবে পরের দুটি ম্যাচ জিতে সিরিজের দখল নিয়েছে ভারত। এই সিরিজে ধোনি বিশেষ সাফল্য না পেলেও, তরুণ ক্রিকেটাররা দলের প্রাপ্তি।
বুধবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে চোখে সামান্য আঘাত পান ধোনি। এরপর তাঁর মন ভাল করার জন্যই উপহার হিসেবে কফি পাঠানো হয়।
Just got served this during breakfast.thanks guys pic.twitter.com/itK7Eewo0j
— Mahendra Singh Dhoni (@msdhoni) June 23, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement