এক্সপ্লোর
ব্যাটসম্যানদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ এ-কে ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত এ
দুই ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ও প্রিয়াঙ্ক পাঞ্চালের জোড়া শতরানে ভর করে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত এ।

পোর্ট অফ স্পেন: দুই ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ও প্রিয়াঙ্ক পাঞ্চালের জোড়া শতরানে ভর করে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত এ। জয়ের জন্য ২৭৮ রান তাড়া করতে নেমে মায়াঙ্ক ১৩৪ বলে ৮১ এবং প্রিয়াঙ্ক ১২১ বলে ৬৮ রান করেন। ওই দুই ব্যাটসম্যানের যুগলবন্দী ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে দলের জয়ের ভিত গড়ে দেন। তাঁদের জুটিতে ১৫০ রান যোগ হয়। অভিমূন্য ইশ্বরন ৬২ ও আনমোলপ্রিত সিংহ ৫১ রানে অপরাজিত থাকেন। ৭৯.১ ওভারে ৩ উইকেটে ২৮২ রান করে ম্যাচ জিতে যায় ভারত এ। সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত এ। ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারত এ জয়ের লক্ষ্য থেকে মাত্র ৩৩ রান দূরে ছিল। প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি তারা। এর আগে অফ-স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমের দাপটে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এ ১৪৯ রানে অল আউট হয়ে যায়। শুক্রবার চার উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করেছিল তারা। সুনীল অ্যাম্ব্রিস (৭১) ও জেরমেইন ব্ল্যাকউড (৩১) দলের রান তিন অঙ্ক পার করতে সাহায্য করেন। এরপর রান তাড়া করতে নেমে মায়াঙ্ক ও প্রিয়াঙ্ক ভারত এ দলের শক্ত ভিত গড়ে দেন। কিন্তু তাঁরা অল্প রানের ব্যবধানে আউট হয়ে যান। অধিনায়ক হনুমা বিহারী (১)-কে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দল শুক্রবার দিনের শেষে জয়ের আশা জিইয়ে রেখেছিল। কিন্তু শেষপর্যন্ত ভারত এ দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা তাদের সেই আশায় জল ঢেলে দেয়। গত বৃহস্পতিবার ভারত এ প্রথম ইনিংসে ১৯০ রানে অল আউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে দুবে (৮৫ বলে ৭৯) এবং প্রিয়াঙ্ক (১২৫ বলে ৫৮) ষষ্ঠ উইকেট জুটিতে ১২৪ রান যোগ করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















