AIFF Awards: ৩৮-এও ভারতসেরা সুনীলই, সেরা মহিলা ফুটবলার নির্বাচিত হলেন মনীষা
Sunil Chhetri: ২০১৮-১৯ সালে শেষবার ফেডারেশনের বিচারে ভারতের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সুনীল ছেত্রী। তারপর আবার গত মরসুমের জন্য সেরা নির্বাচিত করা হল তাঁকে।
নয়াদিল্লি: সোমবারই (৯ অগাস্ট) গত মরসুমের (২০২১-২১) জন্য ভারতের সেরা ফুটবলারদের নাম ঘোষণা করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) (AIFF)। ফেডারশনের তরফে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) সেরা পুরুষ ফুটবলার ও মনীষা কল্যাণকে (Manisha Kalyan) সেরা মহিলা ফুটবলার ঘোষণা করা হয়েছে।
সেরা সুনীল, মনীষা
ভারতীয় জাতীয় ফুটবল পুরুষ ও মহিলা ফুটবল দলের দুই কোচ যথাক্রমে ইগর স্টিমাচ ও থমাস ডেনেরবাই গত মরসুমের দুই সেরা ফুটবলারকে নির্বাচিত করেন। কিংবদন্তি ভারতীয় ফুটবলার সুনীল, এই নিয়ে সপ্তমবার দেশের ফেডারেশনের বিচারে সেরা ফুটবলার নির্বাচিত হলেন। তিনি ২০১৮-১৯ সালে শেষবার এই পুরস্কার জিতেছিলেন। অপরদিকে, মনীষা গত মরসুমেই সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছিলেন। মাত্র বছরখানেক পরেই তিনি সেরা ফুটবলারও নির্বাচিত হলেন।
Presenting, the winners of the #AIFFAwards 🏆
— Indian Football Team (@IndianFootball) August 9, 2022
Women's Footballer of the Year ➡️ @ManishaKalyan4
Men's Footballer of the Year ➡️ @chetrisunil11
Read 👉 https://t.co/vmaPFw6tAo#BackTheBlue 💙 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/zQKVRrcRgh
মনীষা সদ্যই সাইপ্রাসের অ্যাপোলন লেডিস দলে আসন্ন মরসুমের জন্য সই করেছেন। গত মরসুমে লিগ জয়ের সুবাদে তারা এ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডেও খেলবে। একাধিক বছরের চুক্তিতে সেই দলের হয়েই সই করেছেন ভারতীয় তারকা। তাঁর বিষয়ে মহিলা দলের প্রধান কোচ ডেনেরবাই বলেন, 'মনীষা জাতীয় দল এবং তাঁর ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন। গোল করার পাশাপাশি গোলসূচক পাসও নিয়মিতভাবে বাড়িয়েছেন তিনি। দারুণ গতি এবং ড্রিবল করার দক্ষতার সুবাদে ভবিষ্যতে আরও বড় বড় লিগে খেলার সম্ভাবনা রয়েছে ওঁর। বয়সটা কম এবং এখনও মনীষা উন্নতি করছে, তবে ওই আমাদের সেরা খেলোয়াড়।'
সুনীলের প্রশংসা
সুনীলের প্রশংসায় পঞ্চমুখ স্টিমাচ। তিনি বলেন, 'সুনীল পাঁচ গোল করে আমাদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং সাফ কাপেও ওঁকে সেরা ফুটবলার নির্বাচিত করা হয়। এছাড়া কলকাতায় আয়োজিত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তিন ম্যাচে চার গোল করে ওঁ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ওঁর দায়বদ্ধতা, অধিনায়কত্ব,নিয়মানুবর্তিতা এবং পরিশ্রম, দলের ভাল এবং খারাপ, উভয় সময়েই দারুণ ছিল।' এছাড়া, বিক্রম প্রতাপ সিংহকে পুরুষদের এবং মার্টিনাকে মহিলাদের সেরা উঠতি খেলোয়াড় হিসাবে নির্বাচিত করা হয়। সেরা রেফারি হয়েছেন ক্রিস্টাল জন।
আরও পড়ুন: টেনিসকে বিদায় জানাচ্ছেন কিংবদন্তি সেরিনা উইলিয়ামস, কিন্তু কবে?