এক্সপ্লোর
Advertisement
রাহানেকে প্রথম একাদশে না দেখে অবাক হয়ে গিয়েছিলাম: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে দলে রাখা হয়নি টেস্ট স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে দলে রাখা হয়নি। তাঁর বদলে দলে রাখা হয় রোহিত শর্মাকে। ম্যাচে হারের পর এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এক্ষেত্রে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রাখা হয়েছিল। গত কয়েকটি টেস্ট ইনিংসে রান করেছিলেন রোহিত। কিন্তু রাহানের ব্যাটে রান ছিল না। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে বিস্মিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
ভারতকে প্রথম টেস্টে ৭২ রানে হারানোর পর সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে ডুপ্লেসি বলেছেন, 'টসের পর ওদের প্রথম একাদশে রাহানে না থাকায় খুব আশ্চর্য হয়েছিলাম। একদিনের ক্রিকেটে দারুন ফর্মে রোহিত। তাই হয়ত রাহানের জায়গায় ওকে দলে নেওয়া হয়'।
ভারতের প্রথম একাদশ নিয়ে রাহানে ছাড়াও বোলারদের বাছাই নিয়েও প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি বলেছেন, 'যখন শুনলাম ওদের প্রথম একাদশে উমেশ যাদব ও ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ বোলারের জায়গায় জসপ্রিত বুমরাহকে খেলানো হচ্ছে, তখনও আশ্চর্য লেগেছিল। কারণ, বুমরাহ প্রথম টেস্টে খেলবে বলে আমরা ভাবিনি। সেজন্য অন্যদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছিলাম'।
বৃষ্টিতে টেস্টের তৃতীয় দিনের খেলা না হওয়ার পর চতুর্থ দিন ভারতীয় পেসাররা দারুণ বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে গুটিয়ে দেন। ভারতের জয়ের লক্ষ্য ছিল ২০৮ রান। কিন্তু প্রোটিয়া পেস অ্যাটাকের সামনে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ১৩৫ রানে অল আউট হয়ে যায় ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement