এক্সপ্লোর
Advertisement
ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার শাস্তি হোক ১০ বছরের জেল, প্রস্তাব অনুরাগ ঠাকুরের
নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটার সঙ্গে কেউ যুক্ত থাকলে অন্তত ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং গড়াপেটার অর্থের পাঁচগুণ জরিমানার সাজার ব্যবস্থা করার সুপারিশ করলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। লোকসভায় প্রাইভেট মেম্বার্স বিলে তিনি এই প্রস্তাব দিয়েছেন। লোকসভার শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। বিলটি নিয়ে লোকসভায় আলোচনা হতে পারে।
এই বিলে অনুরাগ বলেছেন, ক্রীড়াক্ষেত্রে প্রতারণার ঘটনা রোখার জন্য দেওয়ানী আদালতের সমান ক্ষমতাসম্পন্ন একটি নিয়ামক সংস্থা গড়ে তোলা উচিত। দেশের সব ক্রীড়া সংস্থাই সেই নিয়ামক সংস্থার অধীনে থাকবে। ডোপিং, ম্যাচ গড়াপেটা, বয়স ভাঁড়ানো, মহিলাদের যৌন হেনস্থা সহ ক্রীড়াক্ষেত্রে যে কোনও অনৈতিক বিষয়ে ন্যাশনাল স্পোর্টস এথিকস কমিশন নামে ওই নিয়ামক সংস্থার দ্বারস্থ হতে পারবে জাতীয় ক্রীড়া সংস্থাগুলি। এই কমিশনে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত চার বিচারপতি সহ ৬ জন সদস্য থাকবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্মতি নিয়েই কমিশনের সদস্য নিয়োগ করা হবে।
অনুরাগের প্রস্তাব অনুযায়ী, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে ক্রীড়াক্ষেত্রে যে কোনও অনৈতিক ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে অভিযুক্ত খেলোয়াড়, কোচ বা ক্রীড়া সংস্থাগুলির কর্তাদেরও জেরা করতে পারবে কমিশন।
অনুরাগ বলেছেন, ভারতে এখনও পর্যন্ত ম্যাচ গড়াপেটা এবং ক্রীড়াক্ষেত্রে অন্যান্য দুর্নীতির সাজা দেওয়ার জন্য কোনও আইন নেই। সেই কারণেই তিনি এই বিল পেশ করেছেন। এই বিলের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নৈতিকতা ও খেলার সহায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement