Virat And Anushka: দেশে নয়, বিদেশে ভূমিষ্ঠ হতে চলেছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, চূড়ান্ত দিনক্ষণ?
Virat And Anushka Update: এই সম্ভাবনা আরও জোরালো করে দিয়েছিলেন বিরাটের বন্ধু ও আরসিবিতে তাঁর প্রাক্তন সতীর্থ প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স।
মুম্বই: দেশের সেলিব্রিটি মহলে সবচেয়ে পাওয়ার কাপল তাঁরা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) জীবন নিয়ে আগ্রহ বরাবরই বেশি ভক্তকুলের মধ্যে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (IND vs ENG Test Series) মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি (Virat Kohli)। জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। আন্দাজ করা গিয়েছিল যে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরাটের স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কা। এই সম্ভাবনা আরও জোরালো করে দিয়েছিলেন বিরাটের বন্ধু ও আরসিবিতে তাঁর প্রাক্তন সতীর্থ প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স।
এবার জল্পনা আরও উসকে দিলেন শিল্পপতী হর্ষ গোয়েঙ্কা। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে বিরাট ও অনুষ্কার কথাই বলছেন, তা বলাই বাহুল্য। একটু মজার ছলেই পোস্ট করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ''নতুন একটা বাচ্চা জন্ম নিতে চলেছে আগামী কয়েক দিনেই! আশা করছি সেই খুদে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাঁর মহান ক্রিকেটার বাবার মতো। নাকি সে মায়ের মতো ফিল্মস্টার হবে?'' নিজের পোস্টের হ্যাশট্যাগে তিনি দিয়েছেন মেড ইন ইন্ডিয়া ও টু বি বর্ন ইন লন্ডন।
A new baby is to be born in the next few days! Hope the baby takes India to great heights like the greatest cricketing father. Or will it follow the mother and be a film star? #MadeInIndia #ToBeBornInLondon
— Harsh Goenka (@hvgoenka) February 13, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য হায়দরাবাদে পৌঁছেছিলেন বিরাট। কিন্তু ম্য়াচের ঠিক ২ দিন আগে হঠাৎই মুম্বই ফিরে যান তিনি। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিরাট নিজের ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক। প্রথমে দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরে সিরিজের বাকি ম্য়াচ গুলো থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। উল্লেখ্য, ২০১৭ সালে বিরাট ও অনুষ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতালিতে বিয়ের আসর বসে। দম্পতির একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। তার নাম ভামিকা।
এদিকে সিরিজে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। পাঁচ ম্য়াচের সিরিজে এই মুহূর্তে ১-১ ফল রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে এসেছিল টিম ইন্ডিয়া।