Anshul Chauhan on Kohli: জন্মদিনে সামনে সাক্ষাৎ বিরাট, চমকে গেলেন অভিনেত্রী অংশুল চৌহান
Anshul On Virat: সেখানে দেখা যাচ্ছে যে বিরাটকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে শুভ মঙ্গলম সাবধান ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অংশুলের।
মুম্বই: জন্মদিন (Birthday) মানেই জীবনের অন্যতম স্পেশাল একটি দিল। আর এই স্পেশাল দিনে যদি সারপ্রাইজ গিফট (Surprize Gift) হয় স্বয়ং বিরাট কোহলির (Virat Kohli) সাক্ষাৎ, তাহলে তো আর কোনও কথাই নেই। তেমনই একটি স্পেশাল গিফট পেলেন অভিনেত্রী অংশুল চৌহান (Anshul Chauhan)। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির সঙ্গে ছবি ও ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন অংশুল। সেখানে দেখা যাচ্ছে যে বিরাটকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে শুভ মঙ্গলম সাবধান ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অংশুলের।
কীভাবে বিরাটের সাক্ষাৎ পেলেন অংশুল
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন অংশুল। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার কাছে পুরো ফ্যান মোমেন্ট। জন্মদিনের সেরা উপহার। এক ও একমাত্র বিরাট কোহলি।'' অনুষ্কা শর্মাকে ধন্যবাদও জানিয়েছেন অংশুল। জিরো ছবিতেও অভিনয় করেছেন অংশুল।
View this post on Instagram
ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। আগামী বছর মুক্তি পাবে সেই ছবিটি। এই ছবিতেই অভিনয় করছেন অংশুলও। একই ছবিতে কাজ করার সুবাদে অনুষ্কা ও অংশুল এখন একে অন্যের খুব ভাল বন্ধু হয়ে গিয়েছে। আর অংশুল বিরাট কোহলির ভক্ত। তাই জন্মদিনে বিরাটের দেখা পেয়ে বেজায় খুশি অংশুলও।
২০২১ সালে সন্তানের জন্ম দেওয়ার পর ফের রুপোলি পর্দায় ফিরছেন অনুষ্কা। চাকদা এক্সপ্রেস সেই অর্থে তাঁর কামব্যাক ছবি। ভারতের মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন বিরাট জায়া।