এক্সপ্লোর
Advertisement
বে ওভাল টেস্টে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন এক দর্শক অভিযোগ জোফ্রা আর্চারের, ক্ষমা চাইবে নিউজিল্যান্ড ক্রিকেট
গতকাল ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।
মাউন্ট মাউনগানুই: বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন এক দর্শকের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। তাঁর ট্যুইট, ‘দলের হার বাঁচানোর জন্য যখন ব্যাটিং করছিলাম, তখন বর্ণবিদ্বেষী মন্তব্য শুনে বিরক্ত হই। একজন ছাড়া গোটা সপ্তাহজুড়ে দর্শকদের আচরণ খুব সুন্দর ছিল। বার্মি আর্মি বরাবরের মতোই ভাল ছিল।’
A bit disturbing hearing racial insults today whilst battling to help save my team , the crowd was been amazing this week except for that one guy , @TheBarmyArmy was good as usual also
— Jofra Archer (@JofraArcher) November 25, 2019
গতকাল ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আর্চার এই ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ১০৭ রান দিয়ে একটিমাত্র উইকেট পান। প্রথম ইনিংসে মাত্র চার রান করে আইট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি ৩০ রান করেন। দলের লজ্জাজনক হারের পাশাপাশি বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এই ক্রিকেটার।
আর্চারের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি। তবে তাঁকে খুঁজে বার করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। নিউজিল্যান্ড ক্রিকেট বর্ণবিদ্বেষমূলক মন্তব্য বরদাস্ত করে না। প্রয়োজন হলে এ বিষয়ে পুলিশের সাহায্য নেওয়া হবে। আর্চারের সঙ্গে দেখা করে এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চাওয়া হবে। তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হবে, হ্যামিলটনে পরের ম্যাচে নজরদারি বাড়ানো হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement