Ashes Test : কোভিড-আতঙ্ক, অ্যাডিলেড টেস্টে নেই কামিন্স ; নেতৃত্বে স্মিথ
Ashes Test : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে থাকতে পারছেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গতরাতে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তিনি...
অ্যাডিলেড : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে থাকতে পারছেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গতরাতে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তিনি। তার পরই আইসোলেশনে চলে যান।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গতরাতে একটি রেস্তোরাঁয় ডিনার করছিলেন কামিন্স। বায়ো-নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রোটোকল লঙ্ঘন করেননি। পরিস্থিতি সম্বন্ধে অবগত হওয়ার পর আইসোলেশনে চলে যান কামিন্স। পরে তাঁর পিসিআর টেস্ট করা হয়। নেগেটিভ রেজাল্ট এসেছে।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন কামিন্স। । তাই তাঁকে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।
পরিস্থিতি জানার সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান কামিন্স। একইসঙ্গে আরটি-পিসিআর পরীক্ষাও করান। রেজাল্ট নেগেটিভ এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে পাওয়া যাবে কামিন্সকে। যেটা মেলবোর্নে বক্সিং ডে-তে শুরু হচ্ছে। আপাতত তাঁর জায়গায় অধিনায়কত্ব সামলাবেন স্মিথ।
এদিকে ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কেলেঙ্কারির জেরে অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম ফের অধিনায়কত্বের সুযোগ পেলেন স্মিথ। স্মিথকে দুই বছর অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিরোধী শিবিরের তীব্র আপত্তি সত্ত্বেও অ্যাশেজ সিরিজের আগে স্মিথকে টেস্ট দলে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে অধিনায়কত্ব ছাড়ার পর অনির্দিষ্টকালের জন্য টিম পাইনের সরে দাঁড়ানোর পর অধিনায়কত্বের দায়িত্ব আসেন কামিন্স।
এদিকে অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারতে হলেও, দ্বিতীয় টেস্টের (test) আগেই স্বস্তিতে ইংল্যান্ড (england) শিবির। দলের কোচ ক্রিস সিলভারউড জানিয়েছেন, পরের ম্যাচের জন্য পুরো ফিট জেমস অ্যান্ডারসন (james anderson) ও স্টুয়ার্ট ব্রড (stuart broad)। এক সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ বলেছেন, ''আমি এখনও কাউকে অফিসিয়ালি কিছু বলিনি, কিন্তু অ্যান্ডারসন ও ব্রড ২ জনেই পরের ম্যাচের জন্য ফিট। ওঁরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। এমনকী পিঙ্ক বল নিয়ে নেটেও প্রস্তুতিতে নেমে পড়েছে ওঁরা।''