এক্সপ্লোর
দেখুন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের আনন্দে সমুদ্রবিহার বিরুষ্কার, সঙ্গে সতীর্থরা
টেস্ট জয়ের পর ক্যারিবিয়ান দ্বীরপুঞ্জের আশপাশে ক্রুজে চড়ে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা, ময়াঙ্ক অগ্রবাল, রাহুল, অশ্বিনরা। ছবিতে টিম ইন্ডিয়ার সঙ্গে স্বভাবতই উচ্ছ্বসিত অনুষ্কা।

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দুর্দান্ত জয়টা কীভাবে সেলিব্রেট করল টিং-বিরাট? কোহলি অনুরাগীদের প্রশ্নের উত্তর দিলেন সতীর্থ রাহুল। সস্ত্রীক বিরাটের সঙ্গে তাঁদের সমুদ্রবিহারের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। টেস্ট জয়ের পর ক্যারিবিয়ান দ্বীরপুঞ্জের আশপাশে ক্রুজে চড়ে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা, ময়াঙ্ক অগ্রবাল, অশ্বিন। ছবিতে টিম ইন্ডিয়ার সঙ্গে স্বভাবতই উচ্ছ্বসিত অনুষ্কা। রাহুল ছবিটিতে ক্যারশন লিখেছেন ‘এন্ডলেস ব্লু’! ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কুলদীপ যাদবও।
Endless blues 🌊💙 pic.twitter.com/WigHnr7e5b
— K L Rahul (@klrahul11) August 27, 2019
অ্যান্টিগার জলি হারবারে টিম-ইন্ডিয়ার এই জলবিহারের ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩১৮ রানে জয় পায় ভারত। ৭ উইকেটে ৩৪৩ রানে এদিন ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন রাহানে। হনুমা বিহারী করেন ৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। ৭ রানে ৫ উইকেট নেন বুমরা। ইশান্ত শর্মা নেন ৩ উইকেট। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















