এশিয়া কাপ: বিরাটের অনুপস্থিতিতে আয় কমবে, এসিসি-কে চিঠিতে উষ্মা সম্প্রচার সংস্থার, ক্ষুব্ধ বিসিসিআই
মুম্বই: এশিয়া কাপে বিরাট কোহলির অনুপস্থিতিতে হতাশ প্রতিযোগিতার সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা। এতটাই যে, তারা এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে চিঠি লিখে নিজেদের উষ্মা প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, মনে হচ্ছে, ভারত তাদের সেরা দল এশিয়ার বৃহত্তম প্রতিযোগিতায় পাঠায়নি।
সম্প্রচার সংস্থার ওই চিঠি বিসিসিআইকে ফরোয়ার্ড করে এসিসি। এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় বোর্ড। সিইও রাহুল জোহরি পাল্টা চিঠি দিয়ে এসিসি-কে জানিয়েছেন, দলের নির্বাচন নিয়ে কথা বলার কোনও এক্তিয়ার নেই সম্প্রচারকদের। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, যে দল পাঠানো হয়েছে, সেটাই বর্তমানে সেরা উপলব্ধ দল।
চিঠিতে জোহরি বলেন, এটা মনে রাখতে হবে যে, দল বাছাই বিসিসিআই-এর নির্বাচন কমিটির একান্ত বিষয় ও অধিকার। ফলত, কোন ক্রিকেটার থাকবেন বা কাকে রাখা হবে—এই বিষয়ে এসিসি বা সম্প্রচার সংস্থার কোনও মন্তব্য করতে পারে না। তিনি যোগ করেন, এধরনের চিঠি পাঠানো বিসিসিআই-এর অধিকার ও আইনকে খর্ব করার চেষ্টার সামিল। প্রসঙ্গত, এশিয়া কাপ থেকে কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
এর আগে, এসিসি-কে লেখা চিঠিতে সম্প্রচার সংস্থা জানায়, চুক্তি মোতাবেক এসিসি-র নথিভুক্ত দলগুলি তাদের সেরা সম্ভাব্য দল পাঠানো নিশ্চিত করবে। সেই তালিকায় ভারতও রয়েছে। সাম্প্রতিক অতীতের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাঁর উপস্থিতি এবং আগ্রাসী অধিনায়কত্ব প্রত্যেক প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমাদের ধারণা, এশিয়া কাপে তাঁর অনুপস্থিতি সম্প্রচারকদের ক্ষেত্রেও বড় ধাক্কা। কারণ, তা আমাদের আয়ের ওপর প্রভাব ফেলবে।