IND vs MAS, Asia Cup Hockey: এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-৩ ড্র করল ভারত
IND vs MAS: গতকাল সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে জাপানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু এদিন মালয়েশিয়ার বিরুদ্ধে আটকে গেলেন ভারতীয় হকি প্লেয়াররা।
জাকার্তা: এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করল ভারতীয় হকি দল। ৩-৩ ব্যবধানে ড্র হল ম্যাচ। লিগ পর্বে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে পৌঁছেছিল ভারতীয় হকি দল। গতকাল সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে জাপানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু এদিন মালয়েশিয়ার বিরুদ্ধে আটকে গেলেন ভারতীয় হকি প্লেয়াররা।
এদিন ম্যাচের শুরুতে ভারতীয় দল প্রথমে পিছিয়ে গিয়েছিল প্রথম কোয়ার্টারেই। ১২ মিনিটের মাথায় রহিমের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। প্রথম কোয়ার্টারে আর কোনও দল গোল পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে ফের একবার ভারতীয় গোলে আঘাত হানেন মালয়েশিয়ার প্লেয়াররা। নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া। হাফ টাইমে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ভারতীয় দল।
তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটের মাথায় বিষ্ণুকান্ত সিংহের গোলে ব্যবধান কমায় ভারতীয় দল। এরপর ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল মিস করে ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত।
চতুর্থ কোয়ার্টারে ৫৩ মিনিটের মাথায় এসভি সুনীল সমতা ফেরান ভারতকে। তার এক মিনিটের মাথাতেই ভারতকে এগিয়ে দেন নীলম সঞ্জীব। কিন্তু এই লিড ধরে রেখে ম্যাচ জিততে পারেনি ভারত। রাজি রহিম ম্যাচে নিজের হ্যাটট্রিক করে মালয়েশিয়াকে সমতায় ফেরান ৫৫ মিনিটের মাথায়। এরপর আর কোনও দলই গোল পায়নি।
গতকাল জাপানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছে ভারতীয় হকি দল। এশিয়া কাপ হকিতে জাপানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। পুল পর্বের ম্যাচে এই জাপানের বিরুদ্ধেই ২-৫ হারতে হয়েছিল ভারতকে। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে সেই জাপানের বিরুদ্ধে আর কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। জয় ছিনিয়ে নিয়েছিল তারা। এর আগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে পুলের ম্যাচে বিশাল জয় পেয়েছিল ভারতীয় হকি দল। ১৬-০ গোলে হারিয়ে দিয়েছিল তারা ইন্দোনেশিয়াকে।