(Source: ECI/ABP News/ABP Majha)
Asian Champions Trophy: চিনের পতাকা হাতে হাজির পাক দল, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জয় দেখে হতাশ হয়েই মাঠ ছাড়লেন আমাদরা!
IND vs CHN: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিনকে ১-০ স্কোরলাইনে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।
নয়াদিল্লি: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy 2024) ফাইনালে চিনকে হারিয়ে রেকর্ড পঞ্চমবার এশিয়া সেরা হয়েছে ভারত (Indian Hockey Team)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হরমনপ্রীত সিংহের নেতৃত্বাদীন দল ১-০ গোলে আয়োজক চিনকে পরাজিত করে। এই ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন পাকিস্তান হকি দলের তারকারাও।
সেমিফাইনালে চিনের বিরুদ্ধে পরাজিত হয়ে আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। তাই আমাদ বাটদের নিছক দর্শকাসনে বসা ছাড়া আর কিছু করারও ছিল না। পাকিস্তান হকি তারকারা শুধু গ্যালারিতে বসে ম্যাচই দেখলেন না, রীতিমতো চিনের হয়ে গলাও ফাটালেন। পাক তারকারা নিজেদের দেশের ট্র্যাক স্যুটে হাজির হয়েছিলেন। তবে এক ভাইরাল ছবিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামা চিনের পতাকা হাতে দেখা যায় পাকিস্তানের খেলোয়াড়দের। এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে।
Pakistan men’s hockey team in full support of China 🇨🇳 with Chinese flags in their hands against India 🤣 Pathetic display pic.twitter.com/DPlibgFTtf
— Karan (@stfukarran) September 17, 2024
তবে দিনশেষে পাক তারকাদের কিন্তু হতাশই হতে হল। একেবারে ম্যাচের শেষ কোয়ার্টারে গোল করে চিনকে পরাজিত করে ভারত। যে চিনের বিরুদ্ধে গ্রুপ পর্বে সহজ জয় পেয়েছিল ভারত, সেই ভারতই ফাইনালে আবারও আয়োজক দেশের মুখোমুখি হয়। তবে এবার চিন কিন্তু এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি। বরং জমাট রক্ষণে ভর করে সেয়ানে সেয়ানে টক্কর দেয় চিন। তবে দুরন্ত স্কিলের জেরে যোগরাজ চিন গোলরক্ষককে কার্যত একা পেয়ে যান। গোলের সামন থেকে তাঁর জোরাল শট রুখতে পারেননি চিন গোলকিপার। ৫১ মিনিটে যোগরাজের গোলই ভারতের জয়ের জন্য যথেষ্ট ছিল। অপরাজিতভাবে নাগাড়ে দ্বিতীয় এশিয়া সেরার ট্রফি এল ভারতের ঘরে। তবে মাত্র দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা চিন যে নিজেদের হকিতে সকলকে প্রভাবিত করেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
অপরদিকে, পাকিস্তান ব্রোঞ্জ জিতে নিজেদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শেষ করে। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে ৫-২ স্কোরলাইনে জয়ী হয় পাকিস্তান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাক-বধ করা বাংলাদেশ কি বেগ দেবে ভারতকে? জবাবে রোহিত বললেন...