Indian Football Team: সিঙ্গাপুর, ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন সুনীল, সন্দেশরা
Indian Football: ২২ সেপ্টেম্বর ভারতীয় দল রওনা হবে ভিয়েতনামে। ২৪ তারিখে তারা নেমে পড়বে সিঙ্গাপুরের বিরুদ্ধে। এবং আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে ইগর স্টিমাচের দলের ম্যাচ ২৭ সেপ্টেম্বর।
কলকাতা: ডুরান্ড কাপের আসর শেষ হয়ে যাওয়ার পরেই ভারতীয় ফুটবল দল (Indian Football Team) দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সিঙ্গাপুর (Singapore) ও ভিয়েতনামের বিরুদ্ধে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের (Asian Cup) মূলপর্বের প্রস্তুতিতে এই জোড়া ম্যাচই হতে চলেছে প্রথম ধাপ।
আগামী ২২ সেপ্টেম্বর ভারতীয় দল রওনা হবে ভিয়েতনামে। ২৪ তারিখে তারা নেমে পড়বে সিঙ্গাপুরের বিরুদ্ধে। এবং আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে ইগর স্টিমাচের দলের ম্যাচ ২৭ সেপ্টেম্বর। সিঙ্গাপুর ফিফা ক্রমতালিকায় ভারতের (১০৪) চেয়ে অনেক নীচে (১৫৯) থাকলেও ভিয়েতনাম কিন্তু ওপরের দিকেই রয়েছে। বরং বলা যায় প্রথম ১০০-র মধ্যে ৯৭ নম্বরে রয়েছে তারা। ফলে এই দুই ম্যাচে ভারতীয় দলের দু’রকম অভিজ্ঞতা হতে পারে।
গত জুনে এশিয়ান কাপ ২০২৩-এর মূলপর্বে ওঠার পর স্বাভাবিক ভাবেই দেশের ফুটবল মহল আশাবাদী হয়ে উঠেছে। বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে দাপটের সঙ্গে সব ম্যাচ জিতে মাথা উঁচু করে মূলপর্বে ওঠার সন্মান হাল আমলে ভারত আর কখনও অর্জন করতে পারেনি। মূলপর্বে এই ধারাবাহিকতা বজায় রাখাটাই এখন সুনীল ছেত্রীর দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, এখন সেই চেষ্টাই করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
এই দুই প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে কোচ স্টিমাচ বলেছেন, ''আসন্ন চ্যালেঞ্জগুলি নিয়ে আমরা খুশি এবং সম্প্রতি আমাদের দলের ছেলেরা যে মানের ফুটবল খেলেছে, আসন্ন এই দুই ম্যাচে যেন সেই মান বজায় থাকে, সেই চেষ্টাই থাকবে আমাদের।''
এ ছাড়াও স্টিমাচ জানান, ভারতীয় ফুটবলারদের নিয়ে নির্দিষ্ট প্রস্তুতি শিবিরের পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকী ভিয়েতনামে উড়ে যাওয়ার আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড কাপ
আগামী ১৬ অগাস্ট কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। বিশেষ আকর্ষণ ২৮ অগাস্টের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। যে ডার্বির অনলাইন টিকিট ইতিমধ্যেই শেষ। ম্যাচ দেখার ভরসা এখন অফলাইন টিকিট।
ডুরান্ড কাপ। এশিয়ার সব চেয়ে পুরনো টুর্নামেন্ট। ১৬ অগাস্ট, কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। ওইদিন যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও এফসি গোয়া। আয়োজকদের সূত্রে দাবি, প্রতিযোগিতার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এই উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও সেনাকর্তারা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ''ডুরান্ড কাপ ঐতিহ্যশালী টুর্নামেন্ট। আগামী ২০২৫ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট কলকাতাতেই হব। এটা খুবই ভাল খবর।'' ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া