Asian Games 2023 : শুটিংয়ে সোনালি ছোঁয়া অব্যাহত, এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও জোড়া রুপো ভারতের
Shooting : শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক।
হাংঝাউ : এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।
১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। নিঃসন্দেহে যা ঐতিহাসিক। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক (Palak Gulia)। ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এষা ( Esha Singh)। চলতি এশিয়ান গেমসে যেটি অষ্টাদশী ভারতীয় শুটারের চতুর্থ পদক।
প্রসঙ্গত, এদিন দিনের শুরুতেই শুটিংয়ে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে প্রথম সোনা আসে ভারতের। দলগত বিভাগে ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার, স্বপ্নীল সুরেশ কুসালে ও অখিল শেরন জেতেন সোনা। পাশাপাশি পুরুষদের টেনিসে ডাবলসে দেশকে রুপে এনে দিয়েছে সাকেথ মিনেনি ও রামকুমার রমানাথনের জুটি। সবমিলিয়ে এদিন এখনও পর্যন্ত ২ টি সোনা ও ৩ টি রুপো এসে গিয়েছে ভারতের ঝুলিতে।
Many congratulations to Palak on winning the #GoldMedal in the Women’s 10M Air Pistol Shooting event. A Gold medal after winning the Silver in the Team event earlier.
— Team India (@WeAreTeamIndia) September 29, 2023
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/4TrKP0ehrm
আরও পড়ুন- এশিয়ান গেমসে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে সোনা ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন