এক্সপ্লোর
করোনা আতঙ্কে দর্শকশূন্য মাঠ, গ্যালারি থেকে বল কুড়িয়ে আনলেন ক্রিকেটার, দেখুন ভিডিও
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের বাকি দুই ম্যাচ করোনা আতঙ্কের জেরে সতর্কতা হিসাবে স্থগিত করা হয়েছে।

সিডনি: করোনা আতঙ্কের জেরে দর্শকশূন্য স্টেডিয়াম। যার জেরে বিব্রত হতে হল ক্রিকেটারদেরও। সমর্থনের ভাঁটার জন্য নয়। ক্রিকেটারদের সমস্যায় ফেলল সম্পূর্ণ অন্য এক বিষয়। ব্যাটসম্যান ছক্কা মারলে গ্যালারিতে উঠে বল কুড়িয়ে আনতে হল ফিল্ডিং টিমের ক্রিকেটারকে! নিউজিল্যান্ডের লকি ফার্গুসন যেমন। ইশ সোধির বলে ওভার বাউন্ডারি মারেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। গ্যালারিতে গিয়ে বলটা কুড়িয়ে আনতে হয় ফার্গুসনকে। পরে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড ট্যুইট করে ভিডিওটি। টস করার সময় দু দলের অধিনায়ক করমর্দন এড়াতে একে অপরের কনুই স্পর্শ করেন। উইকেট পড়লে হাই-ফাইভ বা করমর্দন করতে দেখা যায়নি ফিল্ডিং করা দলের ক্রিকেটারদের। সিরিজের বাকি দুই ম্যাচ করোনা আতঙ্কের জেরে সতর্কতা হিসাবে স্থগিত করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















