এক্সপ্লোর
যে কোনও মুহুর্তে স্বমহিমায় ফিরবেন কোহলি, আশঙ্কা অসি শিবিরে

পুনে: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিষ্প্রভ ছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। প্রথম ইনিংসে ০ এবং দ্বিতীয় ইনিংস ১৩ রানে আউট হয়ে যান তিনি। তাঁর এই ব্যাটিং ব্যর্থতাই প্রায় ১৩ বছর পর অস্ট্রেলিয়াকে ভারতের মাঠে ভারতকে হারানোর ক্ষেত্রে অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। কিন্তু পরের ম্যাচগুলিতে স্বমহিমায় ফিরতে পারেন ভারতের রান মেশিন। এমনই আশঙ্কা অসি শিবিরে। পুনে টেস্টে প্রথম ইনিংসে কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন অসি পেসার মিচেল স্টার্ক। তিনি বলেছেন, কোহলি অত্যন্ত উঁচু মানের ক্রিকেটার। আমরা সবাই তা জানি। চলতি বছর কোহলি প্রচুর রান করেছেন। তাই বিরাটের ব্যাটের দাপট ফিরে আসার আশঙ্কা আমাদের রয়েছে। উল্লেখ্য, এর আগে পর পর চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন কোহলি। অসি পেস আক্রমণের প্রধান হাতিয়ার স্টার্ক বলেছেন, বাকি সিরিজে কোহলির উইকেট আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিরিজ জিততে গেলে ওকে আরও ছয়বার আউট করতে হবে। পুনেতে ভারতের প্রথম ইনিংসে কোহলির আগে চেতেশ্বর পূজারাকে আউট করেছিলেন স্টার্ক। কিন্তু কোহলিকে আউট করতে পারাটাই তাঁকে সবচেয়ে তৃপ্তি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ৪ মার্চ বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















