Australian Open 2022: প্রত্যাশামত জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু নাদাল, বার্টি, ওসাকার
Australian Open 2022: ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্প্যানিশ টেনিস সুপারস্টার ইউএসএর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন ৬-১,৬-৪,৬-২ সেটে।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপনে প্রথম ম্যাচে খুব সহজেই জয় পেলেন রাফায়েল নাদাল, অ্যাশলি বার্টি ও নাওমি ওসাকা। পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে মার্কোস গিরনের বিরুদ্ধে সহজ জয় পেলেন নাদাল। ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্প্যানিশ টেনিস সুপারস্টার ইউএসএর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন ৬-১,৬-৪,৬-২ সেটে। ১ ঘন্টা ৪৯ মিনিটের লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ৭০ তম ম্যাচে জয় পেলেন নাদাল।
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জয় পেলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। মাত্র ৫৪ মিনিটের লড়াই শেষে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার এই টেনিস সুন্দরী। খেলার ফল বার্টির পক্ষে ৬-০, ৬-১। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতলেও এখনও অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সৌভাগ্য হয়নি। সেই লক্ষ্যেই এগোচ্ছেন বার্টি। প্রথম ম্যাচে জয় পেলেন প্রতিযোগিতার ১৩ তম বাছাই জাপানের নাওমি ওসাকাও। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে জয় পান তিনি।
নোভাক জকোভিচের এবারের অস্ট্রেলিয়ান ওপেন খেলা হচ্ছে না। ফলে নাদালের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়ে নেওয়ার। উল্লেখ্য, রবিবার বিচারকরা অস্ট্রেলিয়ায় (australia) থাকার জন্য টেনিস তারকা নোভাক জোকোভিচের শেষ আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়া সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল রাখছে ফেডারেল কোর্ট। সেদিন সকালে অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনীর আধিকারিকদের তত্বাবধানে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে সলিসিটারের অফিসে নিয়ে আসা হয়। এরপর অনলাইনে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে এই মামলার শুনানি হয়। ৩ বিচারকের প্যানেল ছিল এদিন এই মামলার শুনানিতে। নোভাকের আইনজীবীর বক্তব্য ছিল যে অস্ট্রেলিয়া সরকার যে যুক্তিতে তাঁকে আটকে রেখেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু শেষ পর্যন্ত টিকা-বিতর্কে বাতিলই হয়ে গেল জকোভিচের ভিসা। প্রত্যর্পণ বাতিলের আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার আদালত। নোভাক জকোভিচকে সার্বিয়ায় ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া।