Australian Open 2023: আন্দ্রেই রুবলেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ, ভাঙলেন আগাসির রেকর্ড
Australian Open 2023 Update: রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জকোভিচের পক্ষে ৬-১, ৬-২, ৬-৪।
![Australian Open 2023: আন্দ্রেই রুবলেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ, ভাঙলেন আগাসির রেকর্ড Australian Open 2023 Djokovic won against Rublev will play agaisnt Tommy Paul in semifinals Australian Open 2023: আন্দ্রেই রুবলেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ, ভাঙলেন আগাসির রেকর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/12/bedbdadcfcfe94a9b9938f7bfdb9c77b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জকোভিচের পক্ষে ৬-১, ৬-২, ৬-৪। এই জয়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) মঞ্চে টানা সর্বাধিক ২৭ ম্যাচ জয়ের নজির গড়লেন জোকার। এর আগে এই রেকর্ড ঝুলিতে ছিল আন্দ্রে আগাসির। এবার কিংবদন্তি আগাসিকে টপকে গেলেন নোভাক।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন জকোভিচ। সার্বিয়ান তারকা কেরিয়ারের ৪৪ তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল নিশ্চিত করলেন এদিন। ফার্স্ট সার্ভে মোট ৮০ শতাংশ জয় পান জোকার। ৬২ শতাংশ জয় পান রুবলেভ। অন্যদিকে দ্বিতীয় সার্ভে ৫৯ শতাংশ জয় ছিনিয়ে নিয়েছেন নোভাক। মাত্র ৩০ শতাংশ জয় ছিনিয়ে নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা। বিশ্বের ৬ নম্বর রুবলেভ এদিন দাঁড়াতেই পারেননি জোকারের সামনে।
ম্যাচের পর জোকার বলেন, ''আন্দ্রেই দুর্দান্ত প্রতিপক্ষ। দারুণ প্লেয়ার। আমি ওকে সম্মান করি। কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিল আমাকে। ওর ফোরহ্যান্ড বর্তমান বিশ্বের টেনিস প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা।'' উল্লেখ্য, সেমিতে যুক্তরাষ্ট্রের টমি পলের বিরুদ্ধে খেলতে নামবেন ২১ গ্র্যান্ডস্লামের মালিক জোকার।
ফাইনালে সানিয়া-বোপান্না জুটি
কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শুরুর দিকেই ছিটকে গিয়ে শুরুটা হতাশাজনকভাবেই করেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে মিক্সড ডাবলসে ভারতীয় তারকার সামনে স্ল্যাম জয়ের হাতছানি ডেসারে ক্রাকচিক ও নীল স্কুপস্কিকে হারিয়ে সানিয়া ও রোহন বোপান্না (Rohan Bopanna) পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) মিক্সড ডাবলসের ফাইনালে।
হাডাহাড্ডি লড়াই
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ (৫) সেট জিতে নেন সানিয়ারা। এরপর দ্বিতীয় সেটেও টুর্নামেন্টের তৃতীয় বাছাই দলের বিরুদ্ধে সিংহভাগ সময় ম্যাচে এগিয়েই ছিল ভারতীয় জুটি। এমনকী ম্যাচ পয়েন্টও পেয়ে যান সানিয়ারা। তবে পিছিয়ে পড়েও ক্রাকচিক, স্কুপস্কির আমেরিকান-ব্রিটিশ জুটি লড়াই ছাড়েননি। ৭-৬ (৫) স্কোরেই দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন আমেরিকান-ব্রিট জুটি। ম্য়াচ গড়ায় সুপার টাই ব্রেকারে গড়ায়। সেই সুপার টাই ব্রেকারেও কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই চলে। শেষমেশ ১০-৬ সুপার টাই ব্রেকার জিতে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন সানিয়া-বোপান্না।
আরও পড়ুন: ফিলিপ্সের ক্যাচ ধরে মাঠের মাঝেই নেচে উঠলেন কোহলি, ভাইরাল হল ছবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)