Australian Open Final 2022: ইতিহাস গড়ার লক্ষ্যে নাদাল, পাশা ওলটাতে মরিয়া মেদভেদেভ, কাল, কখন দেখবেন ফাইনাল?
Australian Open Final 2022: কিংবদন্তী নাদালের (rafael nadal) বিরুদ্ধে খাতায় কলমে পিছিয়ে থাকলেও রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ যে একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নন, তার আন্দাজ মিলেছে গত বছরই।
![Australian Open Final 2022: ইতিহাস গড়ার লক্ষ্যে নাদাল, পাশা ওলটাতে মরিয়া মেদভেদেভ, কাল, কখন দেখবেন ফাইনাল? Australian Open Final 2022: Rafael Nadal vs Daniil Medvedev LIVE Streaming: How and where to watch Australian Open Final 2022: ইতিহাস গড়ার লক্ষ্যে নাদাল, পাশা ওলটাতে মরিয়া মেদভেদেভ, কাল, কখন দেখবেন ফাইনাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/abb5c3d7e77df4d84bfed38354904e2d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেলবোর্ন: রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের (australian open 2022) ফাইনালে মুখোমুখি হতে চলেছেন রাফায়েল নাদাল ও ড্যানিল মেদভেদেভ। কিংবদন্তী নাদালের (rafael nadal) বিরুদ্ধে খাতায় কলমে পিছিয়ে থাকলেও রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ (Daniil Medvedev) যে একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নন, তার আন্দাজ মিলেছে গত বছরই। ইউ এস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে দিয়েছিলেন তিনি। ফের একবার অঘটন ঘটানোর সুযোগ মেদভেদেভের কাছে। অন্যদিকে, স্প্যানিশ টেনিসের সুপারস্টার নাদালের সামনে থাকছে ইতিহাস গড়ার হাতছানি। আর মাত্র ১টি জয়। তাহলেই পুরুষদের টেনিসে সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়ে যাবেন রাফায়েল নাদাল।
মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল। খেলার ফল ছিল নাদালের পক্ষে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩। ২০০৯ সালের পর আর রড লেভার এরিনায় চ্যাম্পিয়ন হতে পারেননি। কিন্তু এবার সেই সুযোগ রয়েছে। বয়সে ও অভিজ্ঞতায় কয়েক যোজন দূরে থাকা মেদভেদেভকে হারিয়ে খেতাব জেতার সুযোগ নাদালের সামনে। একই সঙ্গে রজার ফেডেরার ও নোভাক জকোভিচকে টপকে যাওয়ার হাতছানি। অন্যদিকে গ্রিসের স্তেফোনাস সিৎসিপাসের বিরুদ্ধে জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভ। রাশিয়ান টেনিস তারকার পক্ষে খেলার ফল ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-৪, ৬-১
রবিবার রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদেভেদেভ ম্যাচটি কোথায় হবে?
রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ফাইনালে নাদাল বনাম মেদভেদেভ ম্যাচটি হবে মেলবোর্নে।
কখন থেকে শুরু খেলা?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো থেকে শুরু হওয়ার কথা খেলা।
কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?
টিভিতে ম্যাচ দেখা যাবে সোনি সিক্স চ্যানেলে। এছাড়া জিও টিভিতে দেখা যাবে খেলা।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভে, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
এদিকে মহিলাদের ফাইনালে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ারই অ্যাশলে বার্টি। আমেরিকার ২৮ বছরের প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সকে হারিয়ে খেতাব জিতে নিলেন ২৫ বছরের বার্টি। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম হলেও এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন মহিলাদের টেনিসে বিশ্বের এক নম্বর টেনিস তারকা বার্টি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)