এক্সপ্লোর
Advertisement
পাঁচ সেটের লড়াইয়ে দুরন্ত জয়, ডমিনিক থিমকে হারিয়ে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ
থিমের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলে সাতটি ম্যাচই জিতলেন তিনি।
মেলবোর্ন: অস্ট্রিয়ার ডমিনিক থিমকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪। প্রথম সেট জিতলেও, পরের দু’টি খুইয়ে ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ হারের মুখে দাঁড়িয়েছিলেন জকোভিচ। তবে সেই অবস্থা থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ঘুরে দাঁড়ান। পরের দু’টি সেটই জিতে তিনি চ্যাম্পিয়ন হন। থিমের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলে সাতটি ম্যাচই জিতলেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে ৬-বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে সেমি-ফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছন জকোভিচ। অন্যদিকে, জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফাইনালে ওঠেন থিম। ফাইনালে জিতে এই নিয়ে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জকোভিচ। তিনি পাঁচবার উইম্বলডন, তিনবার ইউ এস ওপেন ও একবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement