Badminton World Championship: মাত্র দ্বিতীয় ভারতীয় ডাবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন সাত্ত্বিক-চিরাগ
Chirag Shetty-Satwiksairaj Rankireddy: শুক্রবার, ২৬ অগাস্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানি জুটি টাকুরো হোকি ও ইয়গো কোবাইয়াশিকে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে ভারতীয় জুটি।
টোকিও: ব্যাডমিন্টনের চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে (BWF World Championship 2022) ভারতের ঝুলিতে প্রথম পদক সুনিশ্চিত। তারকা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) কোয়ার্টার ফাইনালে নিজেদের ম্যাচ জিতে ভারতের হয়ে পদক সুনিশ্চিত করলেন।
সাত্ত্বিকদের ইতিহাস
শুক্রবার, ২৬ অগাস্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানি জুটি টাকুরো হোকি ও ইয়গো কোবাইয়াশিকে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে ভারতীয় জুটি। দ্বিতীয় বাছাই জাপানি জুটির বিরুদ্ধে এই নিয়ে নিজেদের কেরিয়ারে তৃতীয়বার মুখোমুখি হয়েছিল সপ্তম বাছাই ভারতীয় জুটি। বিগত দুই সাক্ষাৎকারে উভয় জুটিই একটি করে ম্য়াচ জিতেছিল। তৃতীয় ম্যাচে কঠোর লড়াই করে ম্যাচ জিততে হল সাত্ত্বিকদের।
শেষবার হংকংয়ে, ২০১৯ সালে টাকুরোদের বিরুদ্ধে হারতে হয়েছিল সাত্ত্বিকদের। তবে এই ম্যাচ জিত মধুর প্রতিশোধ নিলেন তাঁরা। ফলে মুখোমুখি সাক্ষাৎকারে ২-১ এগিয়ে গেল ভারতীয় জুটি। ম্যাচের স্কোর ভারতীয়দের পক্ষে ২৪-২২, ১৫-২১, ২১-৪। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে যান সাত্ত্বিক-চিরাগ। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় পদকও। মাত্র দ্বিতীয় ভারতীয় ডাবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে চলেছেন সাত্ত্বিকরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ভারতের ১৩তম পদকজয়। এবার অপেক্ষা খালি পদক কোন রঙের হয়, তা জানার।
✅ First 🇮🇳 MD pair to secure a #BWFWorldChampionships medal
— BAI Media (@BAI_Media) August 26, 2022
✅ Only 2nd #WorldChampionships medal from 🇮🇳 doubles pair
✅ 13th medal for 🇮🇳 at World's@satwiksairaj & @Shettychirag04 script history yet again 😍#BWFWorldChampionships2022#BWC2022#Tokyo2022#IndiaontheRise pic.twitter.com/POW0uYt7KC
অর্জুনদের হার
অবশ্য সাত্ত্বিক-চিরাগ জুটি ইতিহাস সৃষ্টি করলেও, সেই সুযোগ হাতছাড়া করলেন এমআর অর্জুন ও ধ্রুব কাপিলা. আরেক ভারতীয় ডাবলস জুটি। কোয়ার্টার ফাইনালে হেরেই শেষ হয়ে গেল অবাছাই ভারতীয় জুটির প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ দৌড়। প্রি-কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই জুটিকে হারিয়েছিলেন অর্জুনরা। কোয়ার্টার ফাইনালে লড়াইটা ছিল তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটি হেন্দ্রা সেটিয়াওয়ান ও মহম্মদ এহসানের বিরুদ্ধে। এই জুটির বিরুদ্ধে বিগত চার ম্য়াচই হেরেছিলেন অর্জুনরা। পঞ্চম ম্যাচেও লড়াই করে সেই হারতেই হল। ৮-২১ ও ১৪-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন অর্জুনরা।
আরও পড়ুন: স্বদেশীয় লক্ষ্যকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন প্রণয়, সফর শেষ সাইনার