এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুর সঙ্গে ড্র বাগানের, কাল ফের শীর্ষে ওঠার লড়াই ইস্টবেঙ্গলের
বেঙ্গালুরু ও চেন্নাই: আই লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করল মোহনবাগান। ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে থাকল সঞ্জয় সেনের দল। ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শুভাশিস বসু। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। তা সত্ত্বেও বলবন্ত সিংহ, সোনি নর্দেরা গোলের একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন। ৮৫ মিনিটে কাটসুমির হেড জালে জড়িয়ে যায়। কিন্তু বেঙ্গালুরু গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে ফাউল করার জন্য রেফারি সেই গোল বাতিল করেন। বেঙ্গালুরু একাধিকবার পেনাল্টির আবেদন জানিয়েছিল। কিন্তু রেফারি সেই আবেদনে সাড়া দেননি।
এদিন আই লিগের অন্য ম্যাচে মিনার্ভা পঞ্জাবের সঙ্গে ২-২ ড্র করেছে শীর্ষে থাকা আইজল এফসি। ফলে ফের শীর্ষে চলে যাওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। সেই লক্ষ্যেই আগামীকাল অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ট্রেভর জেমস মর্গ্যানের দল।
গত ম্যাচে ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। তবে আই লিগে সাপ-লুডোর খেলায় এখনও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে মেহতাব হোসেন, উইলিস প্লাজাদের সামনে। এখন ১৩ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ২৭। কাল জিতলেই ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে এক নম্বরে চলে যাবে ইস্টবেঙ্গল।
কাল ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একাধিক বদল হচ্ছে। চার্চিল ম্যাচে জঘন্য খেলা স্টপার আনোয়ার আলির বদলে শুরু থেকেই ইভান বুকেনিয়ার সঙ্গী হতে পারেন অর্ণব মন্ডল। গত ম্যাচে পরিবর্ত হিসেবে নামা প্লাজা প্রথম থেকেই খেলতে পারেন। এছাড়া মাঝমাঠে সুযোগ পেতে পারেন বিকাশ জাইরু।
মর্গ্যান বলেছেন, আই লিগ জিততে গেলে কালকের ম্যাচ জেতা জরুরি। এই ম্যাচ জিতলেই দল আই লিগের শীর্ষে চলে যাবে। তবে ম্যাচ সহজ হবে না। আই লিগে সব দলই কঠিন প্রতিপক্ষ। চার্চিল ম্যাচে রক্ষণ খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েছে। কাল সেই ভুল করলে হবে না। যা হয়েছে সেটা ভুলে গিয়ে কাল নতুন করে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement