এক্সপ্লোর
Advertisement
ধোনি-কোহলির সমতুল্য কেউ নেই, ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে যেতে অসুবিধা হবে না, মত কপিলের
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ভারতীয় দলের বর্তমান অধিনায়ক কপিল দেব ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসা করে তাঁদের সমতুল্য কেউ নেই বলে দাবি করেছেন।
নয়াদিল্লি: ভারতীয় দলে ভারসাম্য আছে। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে যেতে অসুবিধা হবে না। তবে এরপর এগোতে গেলে ভাগ্যের সহায়তা দরকার। এমনই মনে করছেন কিংবদন্তী কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ভারতীয় দলের বর্তমান অধিনায়ক কপিল দেব ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসা করে তাঁদের সমতুল্য কেউ নেই বলে দাবি করেছেন।
একটি অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মেলবন্ধন আছে। অন্য দলগুলির তুলনায় ভারতীয় দলে অভিজ্ঞতা বেশি। ভারতীয় দলে উপযুক্ত ভারসাম্য আছে। চারজন ফাস্ট বোলার, তিন স্পিনার ও বিরাট কোহলি এবং ধোনি আছে। ধোনি ও কোহলি ভারতের হয়ে অসাধারণ খেলেছে। ওদের সমতুল্য কেউ নেই।’
বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনা প্রসঙ্গে কপিল বলেছেন, ‘ভারতীয় দলের চার পেসারই খুব ভাল। ইংল্যান্ডের পরিবেশে ওরা বল স্যুইং করাতে পারবে। (মহম্মদ) শামি, (জসপ্রীত) বুমরাহ ১৪৫ কিমি গতিতে বল করতে পারে। ওদের বলে স্যুইং ও গতি আছে। ভারতীয় দল নিশ্চয়ই শেষ চারে যাবে। পরবর্তী লড়াই খুব কঠিন। সেমিফাইনালের পর এগোতে ভাগ্য, ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স দরকার।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement