Bangla vs Baroda Ranji Trophy : ইশানদের দাপটে অ্যাডভান্টেজ বাংলা
ইশান পোড়েল (Ishan Porel) ৪০ রানের ৪ উইকেট নেন।
কটক : রঞ্জির (Ranji Trophy) মঞ্চে দাপুটে শুরু বাংলার (Bengal)। ইশান পোড়েলদের (Ishan Porel) দাপটে প্রথম দিনের শেষে ভাল জায়গায় বাংলা। বরোদার (Baroda) প্রথম ইনিংস ১৮১ রানে গুটিয়ে দেন বাংলার ভোটাররা। যার পরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেটে ২৪ রান তুলেছে বাংলা।
টসে জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দিনের শুরুর দিকে বরোদার ওপেনিং জুটি কিছুটা ইনিংস আগলে রাখলেও ইশান-মুকেশদের ক্রমাগত লাইন-লেংথ মেনে বোলিংয়ের সুফল মিলতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই। ৪১ রানের মাথায় ইশান পোড়েল কে দেবধরকে সাজঘরে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন বরোদা শিবিরে। তারপর ক্রমাগত জারি থাকে উইকেট পড়ার জের। ইশান ৪০ রানের ৪ উইকেট নেন। মুকেশ কুমার ৩৩ রানে ৩ উইকেট নেন। আকাশদীপ ২ টি ও শাহবাজ নাদিম ১ টি উইকেট নেন।
দিনের শেষে ইশান বলছিলেন, 'পরিকল্পনা ছিল চটপট উইকেট তুলে নেওয়া। শুরুর দিকে পিচ থেকে পেসাররা সাহায্য পাচ্ছিলাম, পরের দিকে তা ক্রমশ নিচু ও স্লো হয়ে গিয়েছিল। বোলিং ইউনিট হিসেবে পরিকল্পনা বজায় রেখে বোলিং করে গিয়ে সফল হওয়া গিয়েছে।'
দিনের খেলার ভিত্তিতে কোন উইকেটটি সবথেকে গুরুত্বপূর্ণ জানতে চাইলে ইশানের সংযোজন, 'দেবধরের প্রথম উইকেটটি সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমে আকাশ দীপের বোলিংয়ে আউট হলেও নো-বলের জেরে সেটা গ্রাহ্য হয়নি। আর ক্রমশ ওদের ওপেনিং পার্টনারশিপ জোরালো হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম উইকেটটি খুব গুরুত্বপূর্ণ ছিল।'
দিনের শেষপর্বে অধিনায়ক অভিমন্যু (৪) সাজঘরে ফিরে গেলেও ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি (১১ অপরাজিত) ও সুদীপ চট্টোপাধ্যায় (৯ অপরাজিত)।