এক্সপ্লোর
Advertisement
লা লিগার শীর্ষেই বার্সা, চাপ বজায় রাখল অ্যাটলেটিকো, রিয়াল
মাদ্রিদ: লা লিগা জয়ের দৌড়ে থাকা বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচ জিতে শেষ পর্বের লড়াই জমিয়ে দিল। বাকি আর মাত্র দুটি ম্যাচ। বার্সা ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট পেয়েছে। অ্যাটলেটিকো সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট পেলেও গোলের গড়ে বার্সা এগিয়ে। তিন নম্বরে থাকা রিয়াল মাত্র এক পয়েন্ট পিছনে। ফলে শেষ ম্যাচের আগে কোন দল চ্যাম্পিয়ন হবে তা বলা যাচ্ছে না। শনিবার ভারতীয় সময় গভীর রাতে রিয়াল বেটিসের মুখোমুখি হয়েছিল বার্সা। ৩৫ মিনিটেই বেটিসের ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে ইভান রাকিটিচ ও লুই সুয়ারেজ গোল করে দলকে ২-০ জয় এনে দেন। বার্সার শেষ দুই ম্যাচের একটি ঘরের মাঠে এস্প্যানিওলের বিরুদ্ধে এবং একটি গ্রানাডার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। বার্সা ম্যানেজার লুইস এনরিকে বলছেন, শেষ দুই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না। রক্ষণ ও আক্রমণে ভালো পারফরম্যান্স করে জিতে চ্যাম্পিয়ন হতে হবে। চোট পাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জিমা খেলতে না পারলেও রিয়াল সোসিয়াদেদের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে জয় এনে দিয়েছেন গ্যারেথ বেল। ৮০ মিনিটে দুরন্ত হেডে গোল করেন বেল। লা লিগায় টানা ১০ ম্যাচ জিতল রিয়াল। এখন শেষ দুই ম্যাচে বার্সা ও অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকতে হবে জিনেদিন জিদানের দলকে। অ্যাটলেটিকোও ১-০ গোল জয় পেয়েছে রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে। ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন পরিবর্ত অ্যান্টনিও গ্রিজম্যান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement