BCCI Annual Player Contract: বোর্ডের চুক্তির আওতায় ঝুলন, দীপ্তি-সহ বাংলার তিন মহিলা ক্রিকেটার
অভিজ্ঞ মিতালি ও ঝুলনকে বি গ্রেডে রাখা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বলা হচ্ছে, পুরুষ দলের ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটারেরা বার্ষিক ৭ কোটি টাকা পান, সেখানে মহিলা দলের জন্য বরাদ্দ অর্থ কিছুটা অন্তত বাড়ানো হল না কেন।
মুম্বই: ইংল্য়ান্ড সফরের ঠিক আগে ভারতীয় মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় অভিজ্ঞ ঝুলন গোস্বামী ছাড়াও বাংলা থেকে রয়েছেন আরও দু'জন। তাঁরা হলেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য বার্ষিক চুক্তিতে চারটি গ্রেড রেখেছিল বোর্ড। তবে মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রেডে ভাগ করে রাখা হয়েছে। গ্রেড এ, বি ও সি। গ্রেড এ-তে যাঁরা রয়েছেন, তাঁরা বার্ষিক ৫০ লক্ষ টাকা পাবেন। গ্রেড বি-তে থাকা ক্রিকেটারদের বার্ষিক ৩০ লক্ষ টাকা দেবে বোর্ড। আর গ্রেড সি-তে যাঁদের নাম রয়েছে, তাঁরা বার্ষিক ১০ লক্ষ টাকা পাবেন বোর্ডের কাছে।
মোট ১৯ জন মহিলা ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় রেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ড। গ্রেড এ-তে রয়েছেন তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা ও পুণম যাদব। তিনজনকে বছরে ৫০ লক্ষ টাকা দেবে বোর্ড। গ্রেড বি-তে রয়েছেন ১০ জন। তাঁরা হলেন, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুণম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফারি বর্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তানিয়া ভাটিয়া ও জেমাইমা রজরিগেজ়। ঝুলনরা বার্ষিক ৩০ লক্ষ টাকা করে পাবেন। গ্রেড সি-তে রয়েছেন ৬ জন। তাঁরা হলেন মানসী যোশী, অরুন্ধুতী রেড্ডি, পূজা বস্ত্রকার, হার্লিন দেওল, প্রিয়া পুনিয়া ও রিচা ঘোষ। বছরে ১০ লক্ষ টাকা করে পাবেন তাঁরা।
অভিজ্ঞ মিতালি ও ঝুলনকে বি গ্রেডে রাখা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বলা হচ্ছে, পুরুষ দলের ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটারেরা বার্ষিক ৭ কোটি টাকা পান, সেখানে মহিলা দলের জন্য বরাদ্দ অর্থ কিছুটা অন্তত বাড়ানো হল না কেন।
গ্রেড এ (বার্ষিক ৫০ লক্ষ টাকা): হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা ও পুণম যাদব।
গ্রেড বি (বার্ষিক ৩০ লক্ষ টাকা): মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুণম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফারি বর্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তানিয়া ভাটিয়া ও জেমাইমা রজরিগেজ়।
গ্রেড সি (বার্ষিক ১০ লক্ষ টাকা): মানসী যোশী, অরুন্ধুতী রেড্ডি, পূজা বস্ত্রকার, হার্লিন দেওল, প্রিয়া পুনিয়া ও রিচা ঘোষ।