BCCI: বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে বাংলা থেকে মলহোত্র, আর কে কে রয়েছেন?
Cricket Advisory Committee: ভারতীয় ক্রিকেটে ফের বড় দায়িত্বে ফিরলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্র। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে জায়গা পেলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।
![BCCI: বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে বাংলা থেকে মলহোত্র, আর কে কে রয়েছেন? BCCI announces appointment of CAC members, Ashok Malhotra from Bengal in the committee, know in details BCCI: বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে বাংলা থেকে মলহোত্র, আর কে কে রয়েছেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/2a34e894bb875f7da4d66769ee7bcecb166989409738050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ভারতীয় ক্রিকেটে (BCCI) ফের বড় দায়িত্বে ফিরলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্র (Ashok Malhotra)। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে জায়গা পেলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।
বৃহস্পতিবার বোর্ড থেকে ঘোষণা করা হল, নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্য হলেন অশোক মলহোত্র, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। ভারতের হয়ে ৭টি টেস্ট ম্যাচ ও ২০টি ওয়ান ডে খেলেছেন মলহোত্র। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার (আইসিএ)-র প্রেসিডেন্টও ছিলেন। পরাঞ্জপে ভারতের হয়ে ৪টি ওয়ান ডে খেলেছেন। তিনি জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন। সুলক্ষণা জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৬টি ওয়ান ডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ওপেনারদের নিয়ে প্রশ্ন
টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, সম্প্রতি প্রশ্ন উঠেছে ভারতীয় ওপেনারদের (Indian Cricket Team) মন্থর ব্যাটিং নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ৬ ওভারে গড়ে ৪০ রান করেও তুলতে পারেননি ভারতীয় ওপেনাররা। ওয়ান ডে-তেও প্রথম দশ ওভারের পাওয়ার প্লে -তে ফিল্ডিংয়ের বিধিনিষেধের সুযোগ নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় ওপেনারেরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দল যেখানে এগিয়ে গিয়েছে অনেকটাই।
দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী বছর যে টুর্নামেন্ট হবে ভারতে। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিমের মনে হচ্ছে, এবার খোলস ছেড়ে বেরনোর সময় হয়েছে ভারতীয় ওপেনারদের।
নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতীয় দল যাচ্ছে বাংলাদেশের। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত-বাংলাদেশ ওয়ান ডে ও টেস্ট সিরিজ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। বিশেষজ্ঞ হিসাবে ধারাভাষ্যকারের কাজ করবেন সাবা করিম (Saba Karim)। তার আগে এবিপি লাইভকে প্রাক্তন উইকেটকিপার বললেন, 'এবার ওয়ান ডে ক্রিকেটে ভারতের দুই ওপেনার, রোহিত শর্মা ও শিখর ধবনের মধ্যে কোনও একজনকে ঝোড়ো ইনিংস খেলতে হবে। শুধু পাওয়ার প্লে নয়, ১১ থেকে ২০ ওভারে মধ্যে ঝোড়ো ব্যাটিং প্রয়োজন। ফিল্ডিংয়ের বিধিনিষেধের সম্পূর্ণ সুযোগ নিতে হবে। অন্য দলগুলি এখানেই এগিয়ে যাচ্ছে।'
আরও পড়ুন: পেনাল্টি রুখে দিলেও মেসির কাছে বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)