এক্সপ্লোর
Advertisement
ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ?
ফ্লোরিডা: চলতি টেস্ট সিরিজ শেষ হলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ হতে পারে। এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই ফ্লোরিডায় পৌঁছে গিয়েছেন বিসিসিআই আধিকারিকরা। সেখানে তাঁরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে এই সিরিজের বিষয়ে আলোচনা করছেন। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্কে ম্যাচ হবে বলে জানা গিয়েছে।
তবে এই সিরিজের জন্য আইসিসি-র অনুমোদন দরকার। এর আগে ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড এবং আইসিসি। কিন্তু গত বছরের জুন মাসে মার্কিন ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে আইসিসি। সেই কারণেই এই সিরিজ আয়োজনের জন্য অনুমতি প্রয়োজন।
ব্রাওয়ার্ড পার্কস অ্যান্ড রিক্রিয়েশন ম্যানেজার ডানকান ফিঞ্চ বলেছেন, অগাস্টের শেষদিকে দু-তিনটি টি-২০ ম্যাচের জন্য মাঠ পাওয়া যাবে কি না জানতে চেয়ে গত সপ্তাহে ই-মেল করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২৪ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত এখানে কোনও অনুষ্ঠান নেই। ফলে খেলা হওয়া নিয়ে সমস্যা নেই। তবে ২৮ অগাস্ট রবিবার একটি ছোট অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ক্যারিবিয়ান বোর্ড কর্তারা রবিবারটি চাইছেন। সেদিন খেলা হলে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করতে হবে।
ফ্লোরিডার এই মাঠে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ট্রায়াল ম্যাচও হওয়ার কথা রয়েছে এখানে। তাছাড়া বার্সেলোনা মাঝেমধ্যেই এখানে শিবির করে। এই মাঠে চারটি পিচ রয়েছে। সেই পিচগুলিতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হবে। ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচ হলে পিচের অবস্থা কেমন থাকবে সেটা নিয়ে সংশয় থাকছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement