এক্সপ্লোর
বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা বান্ধবীরা কত দিন থাকতে পারেন? নিয়মে বদল আনছে বিসিসিআই

নয়াদিল্লি: বিদেশ সফরে একজন ক্রিকেটারের সঙ্গে তাঁর স্ত্রী বা বান্ধবীরা কতদিন থাকতে পারেন? সূত্রের খবর, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল বা বিসিসিআই খুব শিগগিরই সেই নিয়মে বদল আনতে চলেছে। এই নীতির বদল হচ্ছে নাকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অনুরোধেই। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, প্রশাসক কমিটি নিয়ম বদলে এখন থেকে ক্রিকেটারদের বিদেশ সফরের প্রথম দশদিন বাদ দিয়ে সফরের শেষ পর্যন্ত স্ত্রী বা বান্ধবীদের থাকার নীতি চালু করছে। সূত্রের খবর, কোহলি বিসিসিআইয়ের কাছে আর্জি রেখেছিলেন, গোটা বিদেশ সফরগুলিতেই তাঁদের সঙ্গে যেন স্ত্রী বা বান্ধবীদের থাকতে দেওয়া হয়। পুরনো রীতি অনুযায়ী, প্লেয়ারদের স্ত্রী এবং সাপোর্ট স্টাফরা একটি বিদেশ সফরে তাঁদের সঙ্গে সর্বাধিক ১৫ দিন থাকতে পারতেন। এই নিয়ম বদলের অনুরোধ কোহলি প্রথমে বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিকের কাছে রাখেন। তিনি বিরাটকে আশ্বস্ত করে জানান প্রশাসক কমিটিকে প্রস্তাবটি জানানো হবে। এই নিয়মে বদল প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরও তাঁর মতামত জানিয়েছেন। গম্ভীরের মত, কোনও কোনও ক্রিকেটার চান গোটা বিদেশ সফর তাঁদের সঙ্গে থাকুন স্ত্রী বা বান্ধবীরা। অনেকের আবার মত, পরিবার কম থাকুক, কারণ তাঁরা মনোনিবেশ করতে চান খেলায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















