এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কাল একদিনের সিরিজের দল ঘোষণা
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপসারিত। মহেন্দ্র সিংহ ধোনি একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা। শুধু দলই নয়, নতুন অধিনায়কের নামও ঘোষণা হবে। টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিরই একদিনের ও টি-২০ দলের অধিনায়ক হওয়া কার্যত নিশ্চিত।
লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, সিনিয়র দলের নির্বাচকের সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিন করতে হবে। টেস্ট না খেললে কেউ নির্বাচক হতে পারবেন না। এখন যাঁরা নির্বাচক আছেন, তাঁদের মধ্যে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, বাংলার প্রাক্তন ক্রিকেটার দেবাঙ্গ গাঁধী ও শরণদীপ সিংহ টেস্ট খেলেছেন। অন্য দুই নির্বাচক গগন খোডা ও যতীন পরঞ্জপী যথাক্রমে দুটি ও চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও, টেস্ট খেলেননি। ফলে তাঁদের আর নির্বাচক থাকার কথা নয়। ফলে আগামীকালের দল নির্বাচন নিয়ে আগ্রহ তুঙ্গে।
নির্বাচকদের কিছুটা চিন্তায় রেখেছে মুম্বইয়ের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও আজিঙ্ক রাহানের চোট৷ সেক্ষেত্রে ওপেনিংয়ে কপাল খুলে যেতে পারে শিখর ধবনের৷ যদিও, ফর্মের ধারেকাছে তিনি নেই৷ তবে, রাহুলের সঙ্গে ওপেন করতে ডাকা হতে পারে তাঁকেই৷ টেস্ট সিরিজে ট্রিপল সেঞ্চুরি করে চমকে দেওয়া করুণ নায়ার ঢুকে পড়তে পারেন আজিঙ্ক রাহানের জায়গায়৷
অন্যদিকে, চোটের কারণে অশ্বিনকে এই সিরিজে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷ নির্বাচকরা কী বোলিং কম্বিনেশন বেছে নেন, সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের৷ তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনও দলে অটোমেটিক চয়েস ধোনি৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement