এক্সপ্লোর
মহারাষ্ট্রকে হারিয়ে বিজয় হাজারের শেষ চারে ধোনির ঝাড়খণ্ডের সামনে বাংলা

নয়াদিল্লি: মহারাষ্ট্রকে ৪ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। এবার মনোজ তিওয়ারিদের লড়াই মহেন্দ্র সিংহ ধোনির ঝাড়খণ্ডের বিরুদ্ধে। আজ কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র করে ৬ উইকেটে ৩১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ঈশ্বরণের উইকেট হারালেও বাংলার ব্যাটিংয়ের হাল ধরেন শ্রীবৎস গোস্বামী ও অগ্নিভ পান। শ্রীবৎস ৭৪ এবং অগ্নিভ ৪৭ রানে আউট হওয়ার পর ফের চাপ বাড়তে থাকে বাংলার ইনিংসে। মিডল অর্ডারে সুদীপ চট্টোপাধ্যায় (৬০) ও অনুষ্টুপ মজুমদারের (৬৬) ১১৭ রানের পার্টনারশিপে জয় নিশ্চিত হয় বাংলার। মনোজ করেন ৪০ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















