Bengal vs Baroda: ইতিহাস গড়ে রঞ্জিতে অবিশ্বাস্য জয় বাংলার
Ranji Trophy: বঢোদরা যখন দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয়, বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪৯। দ্বিতীয় ইনিংসে যে রান তাড়া করে কোনওদিন ম্যাচ জেতেনি বাংলা।
কলকাতা: বঢোদরা যখন দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয়, বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪৯। দ্বিতীয় ইনিংসে যে রান তাড়া করে কোনওদিন ম্যাচ জেতেনি বাংলা। তার ওপর এই ম্যাচেই অতীত শেষ, লুকমান মেরিওয়ালাদের পেসের সামনে মাত্র ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলার প্রথম ইনিংস। বাংলার অতি বড় সমর্থকও ভাবতে পারেননি যে, এই ম্যাচ জেতা সম্ভব।
কিন্তু কার্যত অসাধ্য সাধন করলেন অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েলরা। ৩৪৯ রান তাড়া করে ৬ উইকেটে ৩৫০ তুলল বাংলা। শাহবাজ ৭১ রানে ও অভিষেক ৫৩ রানে ক্রিজে ছিলেন। ইতিহাস তৈরি করে রঞ্জির প্রথম ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা।
ইতিহাস কারণ, এত বড় স্কোর তাড়া করে এর আগে বাংলা কোনও দিন রঞ্জি ম্যাচ জেতেনি।
শেষ দিন রান তাড়া করে জেতার ঘটনা বাংলা লাগাতার তিন মরসুমে ঘটাল । ২০১৮-১৯ মরসুমে অভিমন্যু ঈশ্বরণের ১৮৩ রানের উপর ভর করে ইডেনে দিল্লির বিরুদ্ধে সাত উইকেটে জিতেছিল বাংলা। তাড়া করেছিল ৩২৩ রান। ২০১৯-২০ মরসুমের ম্যাচতো আরও রুদ্ধশ্বাস। সেই ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয়পুরে ৩২০ রান তাড়া করে এসেছিল জয়। নবম উইকেটে মুকেশ কুমারকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে দেন শাহবাজ । তবে ৩৪৯ রান তাড়া করে জয়ই বাংলার সর্বকালের সেরা হয়ে রইল ।
দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আপ্লুত বাংলার কোচ অরুণ লাল। কটক থেকে ফোনে বললেন, 'দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। ছেলেদের কৃতিত্ব প্রাপ্য। সবচেয়ে বড় কথা, আজ ম্যাচের চতুর্থ তথা শেষ দিন মেঘলা ছিল। বল স্যুইং করেছে। সিম মুভমেন্টও হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথমে অভিমন্যু ও পরে শাহবাজ ও অভিষেক পোড়েল দারুণ ব্যাটিং করেছে। দলগত প্রচেষ্টার জন্যই এই জয় ।'
চার বলে তিন বাউন্ডারি মেরে চাপমুক্তি, অভিষেকেই ম্যাচ জিতিয়ে নায়ক অভিষেক