এক্সপ্লোর
ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্বও পেতে পারেন ভরত অরুণ
বিসিসিআই সিইও রাহুল জোহরি দেশে ফিরলেই চুক্তি চূড়ান্ত হবে।

নয়াদিল্লি: বোলিং কোচের পাশাপাশি ভারতীয় দলের সহকারী কোচেরও দায়িত্ব পেতে পারেন ভরত অরুণ। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। এর আগে রবি শাস্ত্রীর সহকারী ছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর বদলে এবার ব্যাটিং কোচ নির্বাচিত হয়েছেন বিক্রম রাঠৌর। সেই কারণে সহকারী কোচ হতে পারেন ভরত। শাস্ত্রী ফের বিরাট কোহলিদের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর তাঁর সহকারীদের মধ্যে ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ভরতকেও দায়িত্বে রেখে দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্সের কৃতিত্ব দেওয়া হচ্ছে ভরতকেই। তাঁর বেতনও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। বিসিসিআই সিইও রাহুল জোহরি দেশে ফিরলেই চুক্তি চূড়ান্ত হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















