Bhawani Devi Wins Gold: কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা, ভবানী দেবীর হাত ধরে ফের গর্বের মুহূর্ত
Commonwealth Fencing Championships: ফাইনালে ভবানী হারালেন অস্ট্রেলিয়ার ফেন্সার ভেরোনিকা ভাসিলেভাকে। খেলার ফল ভবানীর পক্ষে ১৫-১০।
নয়াদিল্লি: ফেন্সিংয়ে ইতিহাস গড়লেন ভবানী দেবী (Bhawani Devi)। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে (Commonwealth Fencing Championships) জিতে নিলেন সোনা।
টোকিয়ো অলিম্পিক গেমসে (Tokyo Olympics) ভারতের হয়ে ফেন্সিংয়ে একমাত্র প্রতিযোগী ছিলেন ভবানী দেবী। ভারতের ইতিহাসে অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকারী প্রথম ফেন্সার হিসেবে নজির গড়েছিলেন ভবানী দেবী। আর এবার তিনিই কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের কৃতিত্ব গড়ে ফেললেন। একদিকে যখন কমনওয়েলথ গেমসের মঞ্চ মাতালেন ভারতীয় অন্যান্য ক্রীড়াবিদরা তখন কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের সোনা জিতলেন ভবানী দেবী।
ফাইনালে ভবানী হারালেন অস্ট্রেলিয়ার ফেন্সার ভেরোনিকা ভাসিলেভাকে। খেলার ফল ভবানীর পক্ষে ১৫-১০। সিনিয়র মহিলা সাবরে ক্যাটাগরিতে এই সোনা জয়ের কৃতিত্ব অর্জন করলেন ভবানী দেবী। এই ইভেন্টেই তিনি ২০১৮ সালেও সোনা জিতেছিলেন। সেবারের টুর্নামেন্টের আসর বসেছিল ক্যানবেরাতে। অলিম্পিক্সেও এই সাব্রে বিভাগেই তিনি যোগ্যতা অর্জন করেছিলেন। নিজের প্রথম রাউন্ডের ম্যাচও তিনি জিতে সকলকে চমকে দিয়েছিলেন। সেই ধারা বজায় রেখেই এবার ফের একবার কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভবানী।
My second Gold medal at the Commonwealth Fencing Championship
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) August 10, 2022
2018 -🥇at Australia ✅
2022 -🥇at London ✅
Doing my best to add honor to the nation. Will strive hard to make our nation proud. Thank you very much to all my supporters and well wishers.🙏🏽 pic.twitter.com/zJCQmVMDmy
ভবানী এর আগে বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপে রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গিয়েছিলেন। কাউরোতে আয়োজিত প্রতিযোগিতায় জার্মানির লারিসা আইফলারের কাছে ১২-১৫ ফলে হারতে হয়েছিল তাঁকে। টোকিয়ো গেমসে রাউন্ড অফ ৬৪'র ম্যাচে তিনি ১৫-৩ ফলে হারিয়েছিলেন তিউনিশিয়ার নাদিয়া বেন আজিজিকে। রাউন্ড অফ ৩২'র ম্যাচে তাঁকে হারতে হয়েছিল ফ্রান্সের ম্যারন ব্রুনেটের কাছে। যিনি শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
BHAVANI DEVI IS COMMONWEALTH FENCING CHAMPION 🏆
— SAI Media (@Media_SAI) August 9, 2022
🇮🇳's @IamBhavaniDevi wins GOLD 🥇 at Commonwealth #Fencing 🤺 Championship 2022 in Senior Women's Sabre Individual category
She won 15-10 against 🇦🇺's Vasileva in the Sabre final
Hearty congratulations, Bhavani 🙂#IndianSports pic.twitter.com/8UOs6OcvLm