এক্সপ্লোর
Advertisement
ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ নিয়ে ভূবনেশ্বরের 'পরামর্শ' শুনে হেসে ফেললেন রশিদ খান
নয়াদিল্লি: চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্লে অফে কার্যত জায়গা নিশ্চিত করেছে সানরাইজার্স। অল্প রানের পুঁজি নিয়েও বারেবারেই বিপক্ষ দলগুলিকে ধরাশায়ী করেছে সানরাইজার্সের দুরন্ত বোলিং অ্যাটাক।
বেঙ্গালুরুকে হারানোর পর সানরাইজার্সের পেসার ভূবনেশ্বকর কুমারকে দলের সহ খেলোয়াড় আফগান স্পিন সেনসেসন রশিদ খানের সাক্ষাত্কার নিতে দেখা গেল। তাঁর বোলিং কৌশল ও নেটে তিনি কীভাবে প্রস্তুতি নেন, এ ব্যাপারে রশিদকে প্রশ্ন করেন ভূবি। জবাবে রশিদ বলেন, আমি নেটে অন্য ধরনের কিছু করার চেষ্টা করি। আমি ভিন্ন গ্রিপ এবং নতুন কিছু করার চেষ্টা করি।
রশিদের কথা শুনে ভূবনেশ্বর মজার ছলে বলেন, যা খুশি কর, কিন্তু ভারত-আফগানিস্তান টেস্টে এসব করো না।
ভূবির এ কথায় হেসে ফেলেন রশিদ।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তারকা এবি ডিভিলিয়ার্সকে আউটের ক্ষেত্রেও তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন রশিদ। তিনি বলেছেন, সবাই জানেন, এবি ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তাঁকে গুড লেংথ এরিয়ায় বল করা এবং লেগ স্পিনের সঙ্গে স্ট্রেট ও অন্য ধরনের বোলিংয়ের পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা খেটে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement