কেপটাউনে দুই ইনিংসেই ব্যর্থ হয়ে ১৩ পয়েন্ট খুইয়েছেন ভারত অধিনায়ক। অন্যদিকে ২৬ পয়েন্ট পেয়ে ২ নম্বরে চলে এসেছেন ইংল্যান্ডের জো রুট।
2/10
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল প্রদর্শনের দৌলতে সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা।
3/10
কেপটাউনে সদ্যসমাপ্ত প্রথম টেস্টে রাবাদা ৫ উইকেট দখল করেছেন।
4/10
চেতেশ্বর পূজারা পাঁচ নম্বরে নেমে গিয়েছেন।
5/10
ব্যাটসম্যানদের তালিকায় পতন হল বিরাট কোহলির। টেস্ট শুরুর আগে তিনি ২ নম্বরে ছিলেন। এখন এক ধাপ পিছিয়ে তিনি তিনে।
6/10
কেরিয়ার সেরা র্যাঙ্কিং পেয়েছেন উসমান খোয়াজা, শন ও মিচেল মার্শ।
7/10
অল রাউন্ডারদের তালিকার প্রথম পাঁচে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব-আল হাসান। দুই ও তিনে যথাক্রমে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রণ অশ্বিন।
8/10
আট ধাপ লাফিয়ে ২২ তম জায়গায় রয়েছেন ভূবনেশ্বর। ম্যাচে ৬ উইকেট দখল করেন তিনি।
9/10
ভারত হারলেও, বোলারদের মধ্যে উত্থান হয়েছে ভূবনেশ্বর কুমারের। কেরিয়ারের সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন ভূবি।
10/10
২২ বছরের রাবাদা পাঁচ পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে, একই সংখ্যক পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান খুইয়ছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।