এক্সপ্লোর
Advertisement
জন্মদিনে সচিনের শুভেচ্ছা, মজার ছলে জবাব সহবাগের
নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার বীরেন্দ্র সহবাগের জন্মদিন। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, হরভজন সিংহ সহ বহু বিশিষ্ট মানুষ ভারতের এই প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সচিনের ট্যুইট দেখে সহবাগ ফের মজার ছলে উত্তর দিয়েছেন।
এদিন সহবাগের ৩৮-তম জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সচিন ট্যুইট করেন, ‘এ হল মধুরতম ব্যক্তি যে বহু বিনাশ ঘটিয়েছে। শুভ জন্মদিন লালা।’
He's the sweetest man who has caused so much destruction! Happy Birthday Lala! @virendersehwag pic.twitter.com/BfcT2oYbWn
— sachin tendulkar (@sachin_rt) October 20, 2016
সচিনের এই শুভেচ্ছার জবাবে সহবাগ বলেন, ‘ধন্যবাদ ঈশ্বর। সবাই ভাবছেন ঈশ্বর কেন আমাকে লালা বলে ডাকেন? একে তো আমাকে লালার মতো দেখতে। মোটা চেহারার ব্যবসায়ীদের যেমন দেখতে হয়, আমাকেও সেরকমই দেখতে। দ্বিতীয়ত, ক্রিকেটের খুঁটিনাটি সব হিসেব রাখি আমি। কত রান হয়েছে, কটা চার-ছক্কা হয়েছে, সব হিসেব আছে আমার কাছে। কতবার সচিন তেন্ডুলকরের সঙ্গে দৌড়েছি। সেই কারণেই মনে হয় আমাকে উনি লালা বলেন। এটা আমার মনে হয়। ঈশ্বর নিজেই বলতে পারবেন কেন আমাকে লালা বলেন।’
.@sachin_rt pic.twitter.com/yp0XCHINVB
— Virender Sehwag (@virendersehwag) October 20, 2016
খেলোয়াড় জীবনে সচিন-সহবাগ জুটি বিপক্ষের কাছে আতঙ্ক ছিল। বহু আকর্ষণীয় পার্টনারশিপ উপহার দিয়েছেন এই দুই ক্রিকেটার। খেলা ছেড়ে দেওয়ার পরেও তাঁদের জুটি অটুট। মজাদার ট্যুইট করার জন্য সহবাগ বিখ্যাত হয়ে উঠেছেন। সচিনও দেখা যাচ্ছে কম নন। তিনিও ট্যুইটারে সহবাগের সঙ্গে মজা করছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement