এক্সপ্লোর
ফরাসি ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন বোপন্না

ছবি সৌজন্যে ট্যুইটার
প্যারিস: রোলাঁ গারোয় স্বপ্নপূরণ। ক্লে কোর্টে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন রোহন বোপন্না। কানাডার গ্যাব্রিয়েলা ডাবরওস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতলেন বোপন্না। চতুর্থ ভারতীয় টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন। ফাইনালে দশম বাছাই গ্রোনফেল্ড-ফারা জুটিকে ২-৬, ৬-২, ১২-১০-এ হারিয়ে চ্যাম্পিয়ন বোপন্না-ডাবরওস্কি। এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেললেন বোপন্না। ২০১০-এ পাকিস্তানের আইসাম কুরেশিকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনের ডাবলসের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ফাইনালে ব্রায়ান ব্রাদার্সের কাছে হেরে যান তাঁরা। কিন্তু, এবার কোনও ভুল নয়। ফাইনালে টানটান থ্রিলার। ম্যাচের পাল্লা ঘুরেছে বারবার। দু’-দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচান বোপন্না-ডাবরওস্কি। শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে জয় পেল ইন্দো-কানাডিয়ান জুটি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















