এক্সপ্লোর
Advertisement
কোচ টিটে, নিশ্চিত করল ব্রাজিল কনফেডারেশন
রিও ডি জেনেরো: ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন টিটে। তাঁর নিয়োগের কথা টুইটারে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন(সিবিএফ)।
গত সপ্তাহেই টিটের কোচ হওয়ার কথা প্রকাশ করেছিল তাঁর প্রাক্তন ক্লাব করিন্থিয়ান্স। আজ সিবিএফ টুইট করে জানায়, ব্রাজিলের নতুন কোচ হলেন টিটে। টিটে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ২০১৮-র বিশ্বকাপের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কোপা আমেরিকায় ভরাডুবির পর টিম সেলেকাওয়ের দায়িত্ব দুঙ্গার থেকে টিটের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও, রিও অলিম্পিকে ব্রাজিলের দায়িত্ব থাকবে অনূর্ধ্ব-২০ দলের কোচ মিকেলের হাতে৷ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন৷
টিটের পুরো নাম অ্যাডেনর লিওনার্দো বাক্কি৷ দীর্ঘদিন করিন্থিয়ান্সের কোচিং করেছেন৷ এছাড়াও গ্রেমিও, অ্যাটলেটিকো মিনেইরো, পালমেইরাসের মতো ব্রাজিলিয়ান ক্লাবের কোচিং করিয়েছেন তিনি৷ তাঁর কোচিংয়েই ২০১১ ও ২০১৫-তে ব্রাজিলিয়ান লিগ জেতে করিন্থিয়ান্স৷ ২০১২-তে তাঁর হাত ধরেই ২০১২-এ কোপা লিবার্তাদোরেস, ও বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয় সাও পাওলোর ক্লাবটি৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement