এক্সপ্লোর
Advertisement
দঙ্গলের সাফল্যের মধ্যেই পেশাদার কুস্তি লিগ থেকে ছিটকে গেলেন ববিতা, অনিশ্চিত গীতাও
নয়াদিল্লি: পর্দায় ‘দঙ্গল’ অভূতপূর্ব সাফল্য পেলেও, বাস্তবে সময়টা ভাল যাচ্ছে না ফোগত-বোনদের। চোট পেয়ে প্রো রেসলিং লিগ থেকে ছিটকে গেলেন ববিতা। গীতারও খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে তিনি পরবর্তী ম্যাচগুলিতে খেলবেন বলে জানা গিয়েছে।
আমির খানের ছবির সাফল্যের পরিপ্রেক্ষিতে পেশাদার বক্সিং লিগের দ্বিতীয় মরশুমে উত্তরপ্রদেশের দলটির নাম বদল করে রাখা হয়েছে ‘ইউপি দঙ্গল’। এবারের লিগের সেরা আকর্ষণ ছিলেন গীতা ও ববিতা। কিন্তু প্রথম ম্যাচেই সোফিয়া ম্যাটসনের বিরুদ্ধে খেলার সময় চোট পান ববিতা। উত্তরপ্রদেশের দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ববিতা চোট পাওয়ার পর এখন রিহ্যাবে আছেন। ফলে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। গীতার জ্বর হয়েছিল। তবে তিনি আপাতত সুস্থ।
জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের দলটি গীতা ও ববিতার বদলি চেয়ে আবেদন করেছিল। মহিলাদের ৫৩ কেজি বিভাগে ববিতার বদলে খেলবেন পিনাকী। ৫৮ কেজি বিভাগে আপাতত গীতার বদলি মণীশা। তবে রেশমা মানেকে ওজন কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ওজন কমালেই মণীশার বদলে ৫৮ কেজি বিভাগে লড়াই করবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement