Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি ভারত সরে দাঁড়াবে ? সেক্ষেত্রে কী হতে পারে
Indian Cricket Team: BCCI হাইব্রিড মডেলে দুবাই ও শ্রীলঙ্কাকে ভেনু হিসাবে পছন্দের কথা জানিয়েছে
নয়াদিল্লি : পরের বছর পাকিস্তানে বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে খেলতে যাওয়ায় সবুজ সংকেত দেয়নি। এদিকে পাকিস্তান তাদের সূচি খসড়ায়, ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি ম্যাচের জন্য শুধুমাত্র লাহোরকে ভেনু হিসাবে রেখেছে। যাতে নিরাপত্তাজনিত কোনও আপত্তি না ওঠে এবং BCCI-এর সম্মতি পাওয়া যায়। কিন্তু, তাতেও সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনা কম। কারণ, BCCI হাইব্রিড মডেলে দুবাই ও শ্রীলঙ্কাকে ভেনু হিসাবে পছন্দের কথা জানিয়েছে।
যদিও BCCI-এর প্রস্তাবের ওপর এখনও কোনও আলোচনা শুরু হয়নি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও ভারতীয় ক্রিকেট বোর্ডের চাহিদাকে মান্যতা দেওয়া ছাড়া বিশেষ কোনও পথ খোলা নেই। কিন্তু, কোনওভাবে যদি ভারতের সব ম্যাচ তারা নিজেদের দেশে খেলাতে বদ্ধপরিকর হয় পাকিস্তান , সেক্ষেত্রে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে। কারণ, ভারত সরকারেরও সম্মতি এক্ষেত্রে মিলবে না বলেই অনুমান।
এই পরিস্থিতিতে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার জায়গায় টুর্নামেন্টে ঢুকে পড়বে শ্রীলঙ্কা। কারণ, গত বছর অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপে নবম স্থানে শেষ করেছিল শ্রীলঙ্কা।
গত বছর এশিয়া কাপের আসর বসেছিল পাকিস্তানে। কিন্তু, ভারত সরকার সেদেশে টিম পাঠানোর অনুমতি না দেওয়ায়, টিম ইন্ডিয়ার সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। ২০০৮ সালে এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল আর পাকিস্তানে খেলেনি। এই দুই দল একে অপরের বিপক্ষে শুধু আইসিসি ও এসিসির ইভেন্টে খেলে।
গত মাসে টি২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ স্টেজে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দেয় রোহিত শর্মা বাহিনী। শুধু তা-ই নয়, বিশ্বকাপও জিতে নেয় ভারত।
প্রসঙ্গত, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই প্রথম এমন বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে যেটা পাকিস্তান একা আয়োজন করবে। এর আগে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ উদ্যোগে ১৯৯৬ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল তারা। তারও আগে ১৯৮৭ সালে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রিলায়েন্স কাপের আয়োজন করেছিল।
আরও পড়ুন ; 'মাঠে ভয়ঙ্কর, কিন্তু মাঠের বাইরে ভদ্রলোক', গম্ভীরের আগ্রাসী-ক্রিকেটের ভক্ত প্রাক্তন এই তারকা পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।