ক্রাইস্টচার্চের ঘটনা ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করেছে, দাবি বাংলাদেশ কোচ রোডসের
গত মার্চ মাসে বাংলাদেশ টিম নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেই সময় ক্রাইস্টচার্চের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে, যাতে ৫১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় কপালজোরে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

লন্ডন: ক্রাইস্টচার্চের মসজিদে বিস্ফোরণের পর দলের ক্রিকেটাররা যেভাবে নিজেদের সামলেছিলেন, তার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। গত মার্চ মাসে বাংলাদেশ টিম নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেই সময় ক্রাইস্টচার্চের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে, যাতে ৫১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় কপালজোরে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। রোডস বলেন, দলের ক্রিকেটারদের প্রতি তাঁর প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। যেভাবে ওই ঘটনার পর ক্রিকেটাররা নিজেদের ঐক্যবদ্ধ করেছেন এবং সেই স্মৃতির মোকাবিলা করেছেন, তা প্রশংসনীয়। এখন সেই সব অতীত। দলের সদস্যরা সকলে রামজান মাস শেষে ইদের উৎসবে মেতে উঠেছেন। তার সঙ্গেই চলছে বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের দৌড় ভালভাবেই শুরু করেছে বাংলাদেশ। বুধবার, দ্বিতীয় ম্যা প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফলত, স্বভাবতই, ওই বিস্ফোরণের কথা আবার মাথায় আসতে পারে। কিন্তু, তার মোকাবিলা করতে বাংলাদেশি ক্রিকেটাররা সক্ষম।






















